দেশে লাগু হয়ে গিয়েছে CAA. লোকসভা ভোটের সলতে পাকানো শুরু হওয়ার ঠিক আগে ঠাকুরনগরে গিয়ে এই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। তিনি বলেন, ২০১৪ সালের ৩০ মার্চের মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের বিধি প্রণয়ন সম্ভব বলে মনে হয়।এদিন ঠাকুরনগরে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকে পাশে বসিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র বলেন, ‘২০১৯ সালে নাগরিকত্ব আইন সংশোধন করে আমরা মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছিলাম। ১২ ডিসেম্বর ২০১৯ সালে এই আইন বৈধতা পেয়ে গিয়েছে। ১০ জানুয়ারি ২০২৩ সালে এই আইন দেশে লাগু হয়ে গিয়েছে। আপনাদের নাগরিকত্বের পুরো অধিকার পাবেন। নথি না থাকলে আপনাদের বিরুদ্ধে যাতে কেউ কোনও পদক্ষেপ করতে না পারে তার ব্যবস্থাও আইন সংশোধন করে করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুসারে লোকসভার বিধি প্রণয়ন সমিতি ২০২৪ সালের ৯ জানুয়ারি ও রাজ্যসভার বিধি প্রণয়ন কমিটি ২০২৪ সালের ৩০ মার্চ সময় ঠিক করেছে। এই সময়ের মধ্যে বিধি প্রণয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আইন তৈরি হতে আরও কিছু সময় লাগতে পারে। এই দেশে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হয়ে গিয়েছে। আপনাদের নাগরিকত্ব দিতে ভারত সরকার দায়বদ্ধ। ভারত সরকারের দায়িত্ব আপনাদের নাগরিকত্ব দেওয়া’।২০১৯ সালের লোকসভা ভোটে মতুয়া সম্প্রদায়ের ব্যাপক সমর্থন পায় বিজেপি। ক্ষমতায় ফিরেই সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলমিদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। সংসদে আইন পাশ হলেও আজও হাতে নাগরিকত্বের নথি পাননি মতুয়ারা। যার ফলে লোকসভা নির্বাচনের আগে ক্ষোভ জমেছে মতুয়াদের মনে। বলে রাখি, ৩০ মার্চের মধ্যে ঘোষণা হয়ে যেতে পারে লোকসভা নির্বাচন।