আজ মহালয়ার সকালে বোমাবাজির ঘটনা ঘটেছে ভাটপাড়ায় বলে খবর। এদিন ভাটপাড়ার রথতলায় বাবু মিত্রের গলিতে বোমাবাজি করেছে কযেকজন দুষ্কৃতী বলে অভিযোগ। সেখানে একটি বাড়ির ছাদে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। এই বোমার আঘাতে ছাদের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে এসে বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। তবে বোমাবাজির পাশাপাশি গুলিও চালানো হয়েছে বলে অভিযোগ। তবে কে বা কারা জড়িত তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়া পুলিশ।
ঠিক কী ঘটেছে ভাটপাড়ায়? স্থানীয় সূত্রে খবর, শনিবার মোটরবাইকে চেপে এলাকায় দুষ্কৃতী ঢুকেছিল। তারা একটি লাইটপোস্টে গুলি চালিয়ে চম্পট দেয়। এরপর আজ, রবিবার বোমাবাজির ঘটনা ঘটে। মহালয়ার দিন বোমার শব্দে এলাকার মানুষজনের ঘুম ভাঙে। লোকজন জড়ো হয়ে যায়। ওমনাথ গোন্ড নামে এক ব্যক্তির বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। তাঁর বাড়ির ছাদ লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তাতে ছাদের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। আর একটি বোমা ফাটেনি।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, ভাটপাড়ার রথতলায় বাবু মিত্রের গলিতে বোমাবাজি হয়েছে। ওই গলির একটি বাড়িতে জুয়ার ঠেক বসত। আর সেটা ঘিরেই বোমাবাজির ঘটনা ঘটেছে। পরপর এই দুটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা খুঁজছে। একটি বোমা ফাটেনি। সেটা উদ্ধার করা হয়েছে।