বুধবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র এবং বিধায়ক অশোক ভট্টাচার্যর স্ত্রী রত্না ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ট্রেনে করে শিলিগুড়ি নিয়ে আসা হয়। এরপর সেদিনই শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। আর এই কঠিন সময়ে শোকার্ত অশোকবাবুর সঙ্গে দেখা করতে তাঁর বড়িতে গেলেন বিজেপির সর্বভারতী সহসভাপতি দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং শিলিগুড়ির বিধায়ক তথা এককালে অশোকবাবুর শিষ্য হিসেবে পরিচিত শঙ্কর ঘোষ। বিজেপি-র শীর্ষ নেতারা বৃহস্পতিবার বেশ কিছুক্ষণ সময় কাটান অশোকবাবুর বাড়িতে। নির্বাচনের সময় অশোক-শঙ্কর সম্পর্কে চিড় ধরলেও 'গুরু'কে সমবেদনা জানাতে পৌঁছে গিয়েছিলেন শিলিগুড়ির বিধায়কও। এই সাক্ষাতের কথা জানিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন দিলীপ ঘোষ।প্রসঙ্গত, শুধু বিজেপি নয়। রাজনীতির ভেদাভেদ ভুলে প্রয়াত রত্না ভট্টাচার্যর শেষযাত্রায় সামিল হন বহু শিলিগুড়িবাসী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। অশোকবাবুর এই কঠিন সময়ে দল-মত নির্বিশেষে লোককে এগিয়ে আসতে দেখা যায় বৃহস্পতিবার। রত্নাদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ, মুখপাত্র বেদব্রত দত্ত, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, সদস্য কমল আগরওয়াল, রামভজন মাহাতো, প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার, কংগ্রেস নেত্রী গঙ্গোত্রী দত্ত প্রমুখ।