BJP-CPIM alliance in Nandakumar: আদালতের নির্দেশে নতুন করে বোর্ড গঠন নন্দকুমারে, তৃণমূলকে 'ঠেকাল' রাম-বাম জোট
1 মিনিটে পড়ুন Updated: 29 Nov 2023, 08:46 AM ISTনন্দকুমার ব্লকের শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ২৩। এই গ্রাম পঞ্চায়েতের ফলাফল ত্রিশঙ্কু ছিল। তবে অগস্টে এখানে বোর্ড গঠন করেছিল তৃণমূল কংগ্রেস। পরে আদালতে এই নিয়ে মামলা হয়। বিচারপতি অমৃতা সিনহা পুনরায় বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই গতকাল নতুন করে বোর্ড গঠন হয় এখানে।
নন্দকুমারে রাম-বাম জোট