
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মামা–ভাগ্নের রসায়ন এবার সামনে এল। রাজ্য–রাজনীতিতে বাবা–ছেলে, মা–মেয়ে, পিসি–ভাইপো দেখেছেন মানুষজন। এবার দেখা গেল মামা–ভাগ্নে রসায়ন। লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্লক সভাপতি পদে পরিবর্তন এনেছে তৃণমূল কংগ্রেস। আর সেই অদলবদল করেই এবার মামাকে ব্লক সভাপতি করলেন ভাগ্নে। হ্যাঁ, ব্লক সভাপতি পদে বসানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নীহার মুখোপাধ্যায়কে। এই নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। তাহলে কি নীচু থেকে উঁচু সব পদেই থাকবে পরিবারের সদস্যরা? বিরোধীদের এখন এমনই প্রশ্ন। লোকসভা নির্বাচনে দলের সাফল্য অব্যাহত রাখতে ব্যাপক রদবদল করা হল তৃণমূল কংগ্রেসের বীরভূমের ব্লক সভাপতিদের। জেলার ২১টি ব্লক সভাপতির মধ্যে পাঁচজন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে। সেখানে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের সভাপতি করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নীহার মুখোপাধ্যায়কে।
এদিকে ২০২২ সালে বগটুই কাণ্ডের জেরে তৎকালীন রামপুরহাট ১ নম্বরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনারুল হোসেনকে জেলে যেতে হয়েছে। তখন ওই পদে বহাল করা হয় সৈয়দ সিরাজ জিম্মিকে। এবার রাজ্যের নানা ব্লকের সভাপতিদের তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। সেখানেই দেখা যায় বীরভূমের ১৯ ব্লক সভাপতির মধ্যে ৫ জন ব্লক সভাপতিকে বদল করা হয়েছে। যদিও খয়রাশোল ব্লকে কোনও ব্লক সভাপতি নেই। সেখানে প্রাক্তন ব্লক সভাপতি কাঞ্চন মণ্ডলকে সঙ্গে নিয়ে পাঁচজনের কমিটি গঠন করে ব্লক পরিচালনা করা হচ্ছে। অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়ে তিহার জেলে বন্দি। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরই বীরভূমের দ্বায়িত্ব নিজের হাতে রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অন্যদিকে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে আহ্বায়ক করে ৯ জনের একটি কোর কমিটি গড়ে বীরভূমে সংগঠন পরিচালনা করা হচ্ছে। এখন বীরভূমের রাজনীতিতে রামপুরহাট ১ নম্বর ব্লকের এই বদলকে তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছেন অনেকে। গত লোকসভা, একুশের বিধানসভা এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকে তৃণমূল কংগ্রেসের থেকে অনেক বেশি ভোটে এগিয়ে যায় বিজেপি। এই রামপুরহাট ১ ব্লকের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। এখানের পঞ্চায়েত নির্বাচনে ওই এলাকায় মামাতো বৌদি পম্পা মুখোপাধ্যায়–সহ আরও দু’জন তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের প্রার্থীকে হারিয়ে জয়ী হয় বিজেপি। তখন থেকেই সৈয়দ সিরাজ জিম্মিকে সরানো নিয়ে গুঞ্জন শুরু হয়।
আরও পড়ুন: ঝালদা পুরসভায় ঘটল নাটকীয় মোড়, দলীয় হুইপকে উপেক্ষা করে চলল ভোটাভুটি
এছাড়া এখন দুয়ারে লোকসভা নির্বাচন। যদিও এখনও নির্ঘণ্ট প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবু বোঝা যাচ্ছে সময় হয়ে এসেছে। নির্বাচন কমিশনের কাজ থেকে শুরু করে রাজনৈতিক দলগুলির প্রচার সেই সাক্ষ্যই বহন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামা নীহার মুখোপাধ্যায়কে ব্লক সভাপতি করার জেরে সংগঠনকে নতুনভাবে চাঙ্গা করা যাবে বলে অনেকে মনে করছেন। পরিবার তন্ত্রের তত্ত্ব উঠলেও তাকে বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। আর বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের দাবি, রাজ্যজুড়ে বিভিন্ন ব্লকে নতুন সভাপতি মনোনীত করা হয়েছে। সংগঠনকে শক্তিশালী করার জন্য। তাই বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকেও পরিবর্তন এসেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports