ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-কে ভারতীয় জমিতে কাঁটাতার দিতে বাধা বর্ডার গার্ড বাংলাদেশের। ঘটনাটি ঘটেছে গতকাল। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তের ভারতীয় দিকে ভূখণ্ডের ৬০ গজ ভিতরে কাঁটাতার দিচ্ছিল বিএসএফ। তবে সেই সময় বিজিবি এসে সেই নির্মাণকাজে আপত্তি জানায়। এই আবহে বিএসএফ এবং নির্মাণ শ্রমিকরা সেখান থেকে চলে যান। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে 'ভুল বোঝাবুঝি' হয়েছে বেশ কয়েকবার। সীমান্ত লাগোয়া একটি মন্দির সংস্কার নিয়েও মতবিরোধ দেখা গিয়েছিল সম্প্রতি। এরই মাঝে এবার ভারতের কাঁটাতারে আপত্তি বাংলাদেশের। বিজিবির অবশ্য বক্তব্য, 'আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী নো ম্যানস ল্যান্ড থেকে ১৫০ গজ ভিতরে কাঁটাতার দিতে হবে।' (আরও পড়ুন: ফের বৃষ্টি হতে পারে বাংলায়, বাড়বে তাপমাত্রা, শীতের আমেজ থাকবে আর কতদিন?)
আরও পড়ুন: 'বাংলাদেশ যে ভাষায় বোঝে...', বড় কথা বললেন অভিষেক, অনুপ্রবেশ নিয়ে তোপ কেন্দ্রকে
উল্লেখ্য, বিএসএফ-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ৩১ অক্টোবর পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তে ১১ হাজার ৮৬৬ কেজি মাদক উদ্ধার হয়েছে। ১৪টি অস্ত্র উদ্ধার হয়েছে। ২২ পাচারকারীকে খতম করা হয়েছে। এবং ৪১৬৮ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও সীমান্তে পাচারের সময় উদ্ধার হয়েছে ১৩০০ কোটি মূল্যের ১৭৩ কেজি সোনা এবং ১৭৯ কেজি রুপো। এদিকে সম্প্রতি আবার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি হিন্দু নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ, উত্তর দিনাজপুর, ত্রিপুরা থেকে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। (আরও পড়ুন: বর্ডার গার্ড বাংলাদেশের হাতে ধৃত দুই ভারতীয় নাগরিক, অভিযোগ অনুপ্রবেশের)
আরও পড়ুন: নিউইয়র্কে বন্দুকবাজের হামলায় গুলিবিদ্ধ ১১, ২০২৫-এর শুরুতেই রক্তারক্তি USA-তে
এদিকে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর দ্বিবার্ষিক মহাপরিচালক পর্যায়ের বৈঠক হওয়ার কথা আছে নয়াদিল্লিতে। তবে সেই বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে দাবি করা হল রিপোর্টে। এই আবহে চলতি বছরে আর সেই বৈঠক হয়নি। ৫ অগস্টে বাংলাদেশের ক্ষমতা বদলের পর এটাই এই পর্যায়ের প্রথম বৈঠক হওয়ার কথা ছিল। এই কারণে বিএসএফ-বিজিবি উচ্চপর্যায়ের বৈঠকটি তাৎপর্যপূর্ণ হতে চলেছে। প্রসঙ্গত, গত নভেম্বর মাসেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। তবে ডিসেম্বরেই সেই বৈঠক হয়নি। এই বিষয়ে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষস্থানীয় ভারতীয় আধিকারিক হিন্দুস্তান টাইমসকে বলেন, 'বৈঠকের নয়া তারিখ এখনও ঠিক হয়নি। গত মাসে বৈঠক পিছিয়ে দেওয়ার পর ডিসেম্বরে পারস্পরিক সমঝোতার চেষ্টা হলেও তা ফলপ্রসূ হয়নি।' (আরও পড়ুন: 'শান্তিপূর্ণ শুনানি', চিন্ময় প্রভুর জামিনে 'না', আদালত বলল - ‘যাবজ্জীবনের সাজা…’)
আরও পড়ুন: সেনাকর্মী থেকে ডেলয়েটে মোটা বেতনের চাকরি, কীভাবে 'ISIS জঙ্গি' হল জব্বর?
আরও পড়ুন: হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল…
এদিকে সেই ভারতীয় আধিকারিক আরও বলেছিলেন, 'সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে সমস্যা হয়েছে, তবে এটি সামান্য বিষয়। যেসব বিষয়ের সমাধান সম্ভব হয়নি, সেগুলো দুই বাহিনীর বৈঠকে উত্থাপন করা হবে। সীমান্তে দুই বাহিনীর মধ্য পর্যায়ের আধিকারিকদের নিয়মিত বৈঠক হচ্ছে। তাই আমরা মনে করি উচ্চ পর্যায়ের বৈঠক কিছুটা পিছিয়ে গেলেও তা কোনও ইস্যু নয়।' জানা গিয়েছে, বিএসএফ-কে মোটরবোট চালাতে সাহায্য করা কয়েকজন অসামরিক ব্যক্তি ভুলবশত বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। সেই ঘটনায় পাঁচ ভারতীয়কে সশস্ত্র অপরাধী হিসেবে গ্রেফতার করা হয় বাংলাদেশে। এই নিয়ে দুই পক্ষের অচলাবস্থা জারি আছে। এদিকে সীমান্তের কয়েকটি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণেও আপত্তি জানায় বিজিবি সদস্যরা।