ভয়াবহ ঘটনা হাওড়ার বেলুড়ে। একেবারে দিনের বেলায় বেলুড়ের ৭৭ নম্বর গিরীশ ঘোষ রোড এলাকায় এই ভয়াবহ লুঠপাটের ঘটনা। সূত্রের খবর, মহাবীর ট্রেডার্স নামে একটি অফিসে দুজন দুষ্কৃতী কার্যত জোর করে ঢুকে পড়ে । এরপর চলে লুঠপাট। তাদের মুখ ঢাকা ছিল। প্রায় ৩৫-৩৮ লক্ষ টাকা তারা হাতিয়ে নেয়। এরপর তারা চম্পট দেয়।
পুলিশ ইতিমধ্যেই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। সেই ফুটেজ দেখে পুলিশ কয়েকজনকে আটক করেছে। টাকা উদ্ধারের চেষ্টাও চলছে। তবে পুলিশ এখনই তাদের নাম জানাতে চায়নি। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা এই ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে। কারণ অফিসে যে ৩০ লক্ষ টাকা আছে সেই খবর দুষ্কৃতীদের কাছে ছিল। তার ভিত্তিতেই তারা এসেছিল। এটাও মনে করছে পুলিশ।
সূত্রের খবর, সঞ্জয় ভুমনা নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই ছাট লোহার কারবার করেন। একটি বাড়ির নীচের তলায় তার অফিস রয়েছে। সেখানে ওই দুষ্কৃতীরা হানা দেয়। পুলিশ অফিস কর্মীদের সঙ্গেও কথা বলছে। কিন্তু বাস্তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটাই এখন বড় প্রশ্ন। তবে সবথেকে বড় ব্য়াপার হল এই ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা এবার প্রশ্নের মুখে। দুষ্কৃতীরা এল, লুঠপাট চালান আবার বেরিয়েও গেল। পুলিশ কোথায় ছিল? প্রশ্ন বাসিন্দাদের।