আমফানের ক্ষতিপূরণের টাকা ফেরত ফেরত চেয়ে বিপাকে পরল পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লক প্রশাসন। দু'বছর আগে আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। যার মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের ১০ নম্বর কর্নগড় অঞ্চলের ভাদুতলার ভূঁইয়া পাড়া। আমফানে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই গ্রামের ৫ জনকে ক্ষতিপূরণের টাকা দিয়েছিল রাজ্য সরকার। এখন সেই টাকা ফেরত চাওয়া নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শালবনি ব্লক প্রশাসন। এরপরেই সমালোচনার ঝড় উঠেছে ব্লক প্রশাসনের বিরুদ্ধে।স্থানীয় সূত্রে খবর, চন্ডী ভূঁইয়া, সম্ভু মাহাত সহ ওই পাঁচ জনের বাড়ি আমফানে ভেঙে পড়ায় দু'দফায় তাদের প্রত্যেককে ৫ হাজার করে ১০ হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। বেশ কয়েক মাস আগে পাওয়া সেই টাকা স্বাভাবিকভাবেই খরচ করে ফেলেছেন সকলেই। এরই মধ্যে তিন চারদিন আগে শালবনি বিডিও বিজ্ঞপ্তি জারি করে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও ভুল করে ১০০০০ টাকা দেওয়া হয়েছে। তাই অবিলম্বে বাকি টাকা ফেরত দিতে হবে। ক্ষতিগ্রস্তদের বক্তব্য, ‘অনেকদিন আগে সে টাকা পেয়েছিলাম এখন হঠাৎ করে সেই টাকা চাইলে আমরা কোথায় পাবো? এখন এতদিন বাদে হঠাত্ করে সেই টাকা ফিরিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।’ তবে টাকা না ফেরালে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্নগড় গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতাপ জাসু। তবে যারা খুব দরিদ্র যাদের পক্ষে একবার টাকা দেয়া সম্ভব নয় তারা প্রয়োজনে দুটি কিস্তিতে টাকা ফেরত দিতে পারবেন বলে তিনি জানিয়েছেন।