পঞ্চায়েতে বোর্ড হলেও বিরাম নেই দলবদলের খেলার। আর সেই খেলাতেই এবার পালটা দানে তৃণমূলকে মাত করল বাম ও বিজেপি। বাঁকুড়ায় তৃণমূলে যোগদানের কয়েকদিনের মধ্যেই পুরনো দলে ফিরলেন ২ বিরোধী পঞ্চায়েত সদস্য। তাঁদের দাবি, লোভ দেখিয়ে আর ভুল বুঝিয়ে দলবদল করানো হয়েছিল।বাঁকুড়ার খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের পরও জারি ছিল দলবদল। পঞ্চায়েত বিরোধীশূন্য করার লক্ষ্যে গত ১৭ সেপ্টেম্বর বিজেপি টিকিটে জয়ী সদস্য ভগবৎ দুলে। ২১ সেপ্টেম্বর একই ভাবে দলবদল করেন সিপিএমের সদস্য লক্ষ্মীপ্রিয়া রায়। রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির হাত ধরে দলবদল করেন তিনি। তার পর দিন কয়েক কাটতে না কাটতেই রবিবার নিজেদের পুরনো দলে ফেরেন ২ পঞ্চায়েত সদস্য। পুরনো দল সিপিএমে ফিরে লক্ষ্মীপ্রিয়া রায় বলেন, ‘আমাকে বলেছিল তৃণমূলে যোগদান করলে উন্নয়ন হবে। এলাকার চেহারা বদলে যাবে। কিন্তু উন্নয়ন হবে কি না হবে সেটা তো আমার ওপরে নির্ভর করছে। এটা বুঝতে পেরেই পুরনো দলে ফিরেছি।’তৃণমূলের দাবি, ‘ওই পঞ্চায়েত সদস্যরা নিজেদের ইচ্ছাতেই দলবদল করেছিলেন। তাদের কেউ ভয় বা লোভ দেখায়নি। বিজেপি ও সিপিএমই তাদের চাপ দিয়ে তাদের দলে ফিরতে বাধ্য করেছে।’ এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।