প্রকাশ্য সভায় ফের একবার বিরোধীদের হুমকি দিলেন বাঁকুড়ার তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। সোমবার নিজের বিধানসভা কেন্দ্রে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণ করেন তিনি। বলেন, তৃণমূল কর্মীরা হাত তুললে হাসপাতালে জায়গা হবে।
সোমবার বিকেলে অরূপবাবু বলেন, ‘সুকান্তবাবুকে আমি বলি, আপনি অধ্যাপক, আপনি বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। আপনি আপনাদের কর্মীদের উকসানি দিচ্ছেন। আপনি আগুনে ঘি ঢালছেন। সুকান্তবাবু শুনে রাখুন, তৃণমূল কর্মীরা যেদিন হাত তুলবে সেদিন আপনাদের হাসপাতালে জায়গা হবে’।
এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘পুলিশকে পকেটে পুরে এই ধরণের বক্তব্য রাখা সহজ। ১৫ মিনিটের জন্য পুলিশকে সরিয়ে দিন, তার পর বোঝা যাবে অরূপবাবুদের পাশে কটা লোক আছে। এভাবে পঞ্চায়েত ভোটের আগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে হিংসায় কার্যত উসকানি দিচ্ছেন তৃণমূলের নেতারা।’
সাম্প্রতিক কালে একাধিকবার অরূপবাবুর বিরুদ্ধে প্ররোচনামূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে আবাস যোজনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিডিওকে আক্রমণ করেন তিনি। তার আগে বিজেপির বিরুদ্ধে প্ররোচনা মূলক বক্তব্য রাখতে শোনা গিয়েছিল তাঁকে। যদিও অরূপবাবুর বিরুদ্ধে এখনো কোনও পদক্ষেপ করেনি তৃণমূল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক