বহুদিন পরে যেন পুরনো ছন্দে ফিরলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক পদে বসেই দলীয় ময়দানে সক্রিয় হয়ে উঠলেন তিনি। রবিবার, কোনও দেরি না করেই ডেকে ফেললেন জেলার কোর কমিটির বৈঠক। সেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপায়ের ছবিতে কালি দেওয়ার ঘটনার বিরুদ্ধে সরব হলেন তিনি। কোর কমিটির বৈঠক থেকেই দিলেন জেলাজুড়ে ‘ধিক্কার মিছিল’-এর ডাক। আজ সোমবার এই মিছিল হবে।
আরও পড়ুন: ‘ওয়াই প্লাস’ নিরাপত্তা ফিরল কেষ্টর, কোর কমিটির আহ্বায়ক হিসেবেও ফিরলেন দায়িত্বে
শনিবার সিউড়িতে মুখ্যমন্ত্রীর একটি ছবিতে কালি লাগানোর ঘটনায় উত্তাল হয়েছিল রাজনৈতিক মহল। সেই ঘটনারই কড়া নিন্দা করেন কেষ্ট। নাম না করে নিশানা করেন বিজেপিকে। একইসঙ্গে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, তাঁরা যখন বিরোধী দলে ছিলেন তখন মুখ্যমন্ত্রীর মুখে কালি লাগানোর মতো কাজ করেননি। কারণ এটা তৃণমূলের রাজনৈতিক শিক্ষা নয়। আজ বিজেপির আমলে এমন কাণ্ড ঘটছে। এটা সভ্যতা নয়, রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি। সরাসরি সেই ঘটনার প্রতিক্রিয়ায় জেলা জুড়ে কর্মসূচির কথা ঘোষণা করেন তিনি।
আজ সোমবার বীরভূমের সমস্ত ব্লকে, শহরে ‘ধিক্কার মিছিল’ হবে বলে জানান অনুব্রত। কোর কমিটির বৈঠক থেকেই স্পষ্ট, এই আন্দোলনের সামনের সারিতে থাকবেন স্বয়ং কেষ্ট নিজেই। সেই বৈঠকে হাজির ছিলেন সাংসদ শতাব্দী রায়, জেলা পরিষদের সহকারী সভাধিপতি কাজল শেখ-সহ ৯ সদস্য। অনুপস্থিত ছিলেন কেবল মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি দলীয় কাজে ব্যস্ত ছিলেন। তবে শুধু এই প্রতিবাদ কর্মসূচিই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক নির্দেশ মেনে ‘ভাষা আন্দোলন’ ঘিরে নতুন কর্মসূচিও স্থির হয়েছে এদিন। রাজ্যের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা ভাষা রক্ষায় প্রতিটি ব্লকে প্রতি শনি ও রবিবার মিছিল বা সভার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই অবস্থায় দলের অভ্যন্তরে ফের অনুব্রতের সক্রিয় উপস্থিতিই বড় বার্তা। বীরভূমে তৃণমূল সংগঠনের রাশ কার্যত আবার কেষ্টর হাতে। রবিবারের ছবি দেখে এমনটাই বলছেন দলের অন্দরমহলের অনেকেই।