বীরভূমে ফের মর্যাদা ফিরে পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপড়েন ও নিরাপত্তা কমানোর পরে আবার রাজনীতির মঞ্চে এবং প্রশাসনিক সুবিধায় পুরনো মর্যাদাতেই ফিরলেন রাজ্যের বিতর্কিত ও আলোচিত এই তৃণমূল নেতা। সূত্রের খবর, মঙ্গলবার রাত থেকেই ‘ওয়াই প্লাস উইথ এসকর্ট’ পর্যায়ের নিরাপত্তা ফিরেছে কেষ্টর ঝুলিতে।
আরও পড়ুন: ভাষা আন্দোলনের সূচনা করে মমতা বীরভূম ছাড়তেই কাজলের ছেলেরা মারল অনুব্রতর টিমকে
বীরভূম জেলা পুলিশ সূত্র নিশ্চিত করেছে, অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগের মতোই তাঁর পাশে থাকছে দেহরক্ষী দল, বাড়ির চারপাশে থাকবে পুলিশি প্রহরা। উল্লেখ্য, ভাইরাল অডিও-কাণ্ডের পরই তাঁর নিরাপত্তা সংক্রান্ত কমিয়ে দিয়েছিল প্রশাসন। ওই অডিওতে অনুব্রতকে বোলপুর থানার তৎকালীন আইসি-কে গালিগালাজ করতে শোনা যায়। যদিও অনুব্রত অনুগামীরা দাবি করেন, ওই অডিও এআই দিয়ে তৈরি এবং বিরোধীদের চক্রান্ত। তবু তদন্তে নেমে পুলিশ এফআইআর দায়ের করে। আর সেইসঙ্গে কাটছাঁট করা হয় কেষ্টর নিরাপত্তায়। তবে সব পাল্টাতে শুরু করে এই সপ্তাহে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের পরই রাজনীতির ভোল পালটে যায়। একান্ত আলোচনায় বসেন দলনেত্রী ও অনুব্রত। তার কিছুক্ষণ পরেই ঘোষণা করা হয়, বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক পদে ফিরছেন প্রাক্তন জেলা সভাপতি।