গরু পাচার কাণ্ডে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই জেলায় জেলায় ইডি সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলেই এবার রামপুরহাট, ইলামবাজার, আউশগ্রামের পর বিজেপিকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন আরও এক তৃণমূল নেতা। বীরভূমের রাজনগর ব্লকের তৃণমূল সভাপতি রানাপ্রতাপ রায় বিজেপিকে হুমকি দিয়ে বলছেন, ‘বেশি বাড়াবাড়ি করলে পিঠের চামড়া গুটিয়ে দেবো।’ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ওই তৃণমূল নেতা আজ নিজের ব্লক এলাকায় দলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করেন। মূলত ইডি এবং সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করার অভিযোগ তুলে মিছিলে প্রতিবাদ করা হয়। মিছিল শেষে পথসভা করে ওই তৃণমূল নেতা বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘আপনার হয়তো মনে করছেন দলের নেতা জেলে ঢুকে গিয়েছে বলে বলে বীরভূম জেলা আপনার দখল করে নেবেন। কিন্তু, আপনাদের বলে রাখি এখনও মানুষ তৃণমূলের সঙ্গে আছে। আপনারা বেশি বাড়াবাড়ি করলে পিঠের চামড়া গুটিয়ে দেবো। আপনারা সাবধানে থাকুন, হুঁশিয়ার থাকুন। এমন কোনও কথা বলবেন না। তৃণমূল কংগ্রেস পায়ে পা লেগে ঝগড়া করতে চায় না।’
এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না। ধমকে চমকে লাভ হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ধমকানি চমকানিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না।’