দেড় বছরের শিশুকে খুন করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পথের শেষ এলাকার। শিশুটির অভিযুক্ত সৎ বাবা তপন দাসকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দাম্পত্য জীবনে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই ওই শিশুকে তার সৎ বাবা খুন করেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
আরও পড়ুন: শিশু খুনে অভিযুক্তের বাবা আবু কালামের বিরুদ্ধে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা টুকাই দাসের প্রথমপক্ষের সন্তানের বয়স দেড় বছর। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পর তপনের সঙ্গে তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। তপন ওই শিশুকে কিছুতেই নিজের সন্তান বলে মেনে নিতে চায়নি। তিনি নিজের সন্তান চাইছিলেন। কিন্তু, দ্বিতীয়বার আর মা হতে রাজি হননি টুকাই। তাতেই ঘটে বিপত্তি। সেই ক্ষোভেই দেড় বছরের শিশুকে তখন গলা টিপে শ্বাসরোধ করে তপন খুন করেছে বলে অভিযোগ। স্থানীয়দের বক্তব্য, ওই শিশুকে নিয়ে মাঝেমধ্যে টুকাইয়ের সঙ্গে তপনের ঝামেলা হত।
অভিযোগ, রাগের বশে দেড় বছরের শিশুকে খুন করেছে তপন। যদিও প্রথমে শিশুকে খুনের কথা জানাননি টুকাই। পরে তিনি তপনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দ্বিতীয়বার বিয়ে করে সুখের সংসার করতে চেয়েছিলেন টুকাই। কিন্তু তার সেই সাধ আর পূর্ণ হল না। সন্তান হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন টুকাই। উৎসবের মরশুমে এই ঘটনায় সব আনন্দ যেন তার কাছে এখন ম্লান হয়ে গিয়েছে।