অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সেখানে নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত হলেন তিনি। ঘটনাটি ঘটেছে কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। নিরাপত্তারক্ষীদের মারধরে মুখ ফেটে যায় ডেপুটি ম্যাজিস্ট্রেটের। তার জেরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখে তিনটি সেলাই পড়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ডেপুটি ম্যাজিস্ট্রেট থানায় অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে পুলিশ দুজন নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: ফের সালিশি সভায় বর্বরতা, জুতোর মালা পরিয়ে বিবস্ত্র করে ঘোরানো হল যুগলকে
জানা গিয়েছে, আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের নাম হল সুশান্ত বালা। তিনি বিধাননগর মহকুমায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত। তাঁর বাড়ি নদিয়ার তেহট্টে। বুকে সমস্যা দেখা দেওয়ায় গত শুক্রবার সুশান্তবাবুর ভাইকে ভর্তি করা হয়েছিল কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি ভাইকে দেখতে হাসপাতালে যান। কিন্তু, অভিযোগ সেখানে ভাইয়ের সঙ্গে খাবার নিয়ে নিরাপত্তারক্ষীদের বচসা বাঁধে। ভাইয়ের সঙ্গে নিরাপত্তারক্ষীরা দুর্ব্যবহার করছে দেখে এগিয়ে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট। তখন ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নিরাপত্তাকর্মীরা। সেই সময় ডেপুটি ম্যাজিস্ট্রেটকে মারধর করা হয় বলে অভিযোগ। মেরে তাঁর মুখ ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। সেখানে মুখে তিনটি সেলাই পড়ে । এই ঘটনার পরে কল্যাণী থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।