College girl Death: জন্মদিনের কেনাকাটা করে এসে ঘরের দরজা বন্ধ, আত্মঘাতী কলেজ ছাত্রী
1 মিনিটে পড়ুন Updated: 07 May 2023, 01:54 PM ISTChiranjib Paul
পরিবার সূত্রে খবর, বড় বাজার এলাকার ওই বাসিন্দা কোয়েল বর্তমানে কল্যাণী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গতকাল শনিবার তাঁর ২০তম জন্মদিন ছিল।
জন্মদিন পালনের কয়েক ঘন্টা আগেই নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো দ্বিতীয় বর্ষের এক কলেজ ছাত্রী। মর্মান্তিক এই ঘটনা নদিয়ার শান্তিপুর থানার বড়বাজার এলাকায়। মৃত ওই কলেজ ছাত্রীর নাম কোয়েল হালদার। বয়স ২০ বছর।
পরিবার সূত্রে খবর, বড় বাজার এলাকার ওই বাসিন্দা কোয়েল বর্তমানে কল্যাণী মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গতকাল শনিবার তাঁর ২০তম জন্মদিন ছিল। পরিবারের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে কেনাকাটা শুরু করা হয়েছিল। জামা কাপড় থেকে শুরু করে জন্মদিন পালনের বেলুনও কেনা হয়ে গেছিল। এমন কী যে ঘরে তার জন্মদিন পালন হবে সেই ঘরটিকে সাজিয়ে তুলেছিল পরিবার। মেয়েকে নিয়ে বাজার সেরে গতকাল আনুমানিক রাত দশটা নাগাদ বাড়ি ফেরে তার বাবা। মেয়ে দোতলার ঘরে একাই ছিল বলে জানা যায়। কিছুক্ষণ পর ডাকাডাকি করতে কোনও সাড়াশব্দ না মেলায় জানালা দিয়ে দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়েটি। মেয়েটির মা চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে ভিতরে গিয়ে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়।
আত্মঘাতী ওই ছাত্রীর মা মামনি হালদার বলেন, 'ইদানিং আমার মেয়ে একটু অন্যরকম হয়ে গেছিল। আগের তুলনায় তার রাগ অত্যন্ত বেড়ে গেছিল। আজ বাজার করার সময়ও জামা কেনা নিয়ে মজা করে সামান্য একটু কথা কাটাকাটি হয়। মেয়ে বাড়িতে এসে বলে আমার জন্য কাউকে কিছু কিনতে হবে না। এরপরই এমন ঘটনা ঘটিয়ে ফেলল।'
মেয়ের কেন হঠাৎ এমন পরিবর্তন তা বুঝতে পারছেন না তার মা। রবিবার মৃতদেহটি রানাঘাট মহাকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। এই ঘটনা নিছক আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে তারও তদন্ত শুরু করেছে পুলিশ।