এক গৃহবধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা ঘরে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। নরেন্দ্রপুর থানার রাজপুর–সোনারপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এই গৃহবধূ আয়ার কাজ করেন। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতা গড়িয়া ষ্টেশন এলাকায়। তিনি সেখানে ভাড়ায় থাকেন বলে খবর।
ঠিক কী ঘটেছে রাজপুর–সোনারপুরে? স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত যুবক কাজ আছে বলে ওই গৃহবধূ আয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর বাড়িতে নিয়ে গিয়ে ওই গৃহবধূর মুখে হাত চাপা দিয়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। আজ, শনিবার খুব সকালে এই ঘটনা ঘটে। এমনিতেই সকালবেলা রাস্তাঘাট ফাঁকা ছিল এখানে। তার উপর কুয়াশার কারণে কেউ বিষয়টি বুঝতে পারেনি। সেটার সুযোগ নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
কেন যুবকের বাড়িতে যান নির্যাতিতা? নির্যাতিতা গড়িয়া ষ্টেশন এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তিনি একটি আয়া সেন্টারে কাজ করেন। সেটা জানত ওই যুবক। তাই বাড়িতে কাজ আছে বলে ডেকে আনা হয়। কাজের কথা শুনে ওই গৃহবধূ সেখানে যান। অর্থ উপার্জন হবে বলেই তিনি আশা করেছিলেন। তখন একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। খুব সকালে এই ঘটনা ঘটে। একদিকে রাস্তাঘাট ফাঁকা অন্যদিকে কুয়াশার কারণে কেউ বিষয়টি কেউ বুঝতে পারেনি।