গভীর রাতে একটি বাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের মারধর করল পুলিশ। আর পুলিশের মারধরের জেরে বাড়িতেই মৃত্যু হল মাঝ বয়সি এক মহিলার। এমনই অভিযোগ উঠেছে কোচবিহারের হরিণচওড়া বাঁধ এলাকায়। এমন অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। মৃত মহিলার নাম অমিয়া বিবি (৫৫)।
আরও পড়ুন: TMC নেতাকে ‘পেটাল’ পুলিশ, আমডাঙায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, থানা ঘেরাও কর্মীদের
পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার হরিণচওড়া বাঁধের এলাকায় পুলিশের এক চালক গাড়ি ধুচ্ছিলেন। সেই সময় গাড়ির চালকের সঙ্গে আমজাদ আলি নামে পরিবারের সদস্যের সঙ্গে কোনও একটি বিষয় নিয়ে বচসা বাঁধে এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ, এরপরেই শুক্রবার রাত প্রায় ১২টার পর হঠাৎই প্রচুর সংখ্যক পুলিশ অমিয়া বিবির বাড়িতে চড়াও হয়। পুলিশ এসে পরিবারের তিনজন সদস্য আমজাদ আলি, তার ভাই এমজাদ আলি ও তার বাবা হাফেজ আলিকে আটক করে নিয়ে যায়। শুধু তাই নয়, সেই সময় পুলিশকে বাধা দিতে গেলে বাড়ির মহিলাদের বেধরক মারধর করে বলে অভিযোগ। আর মারধরের কারণে অমিয়া বিবি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয় বলে দাবি পরিবারের। অভিযোগ, এরপরেও পুলিশ পরিবারের তিনজনকে রাতেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এরপরেই পরিবারের লোকজন পুলিশের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন।