Nadia road accident: অগ্রদ্বীপ মেলা থেকে ফেরার পথে উলটে গেল গাড়ি, আহত কমপক্ষে ২৫, গুরুতর ১৬
1 মিনিটে পড়ুন Updated: 20 Mar 2023, 10:45 AM ISTMD Aslam Hossain
আহতরা নাকাশিপাড়া থানা এলাকা থেকে অগ্রদ্বীপের মেলা দেখতে গিয়ে গিয়েছিলেন। সেখান থেকে গাড়িতে করে ফেরার পথেই ঘটে বিপত্তি। গাড়িটি ভোলাডাঙায় পৌঁছানোর পরেই উলটে যায়। গাড়িতে ২৫ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই কমবেশি আহত হয়েছেন।
পথ দুর্ঘটনার পর হাসপাতালে পরিবারের লোকজন। নিজস্ব ছবি
মর্মান্তিক দুর্ঘটনা। মেলা থেকে ফেরার পথে উলটে গেল গাড়ি। ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৬ জন। প্রত্যেকেই ভরতি রয়েছেন হাসপাতালে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার ভোলাডাঙায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতরা নাকাশিপাড়া থানা এলাকা থেকে অগ্রদ্বীপের মেলা দেখতে গিয়ে গিয়েছিলেন। সেখান থেকে গাড়িতে করে ফেরার পথেই ঘটে বিপত্তি। গাড়িটি ভোলাডাঙায় পৌঁছানোর পরেই উলটে যায়। গাড়িতে ২৫ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই কমবেশি আহত হয়েছেন। প্রথমে স্থানীয়রা উদ্ধারকার্য চালায়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এরমধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের শক্তনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা রয়েছেন। আহতদের সকলেই ভাতজাংলা এবং ভীমপুর এলাকার বাসিন্দা। খবর পেয়ে আহতদের পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছন। আহতদের বেশিরভাগই মাথায়, হাতে ও পায়ে গুরুতর চোট পেয়েছেন। অনেককেই প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশের বক্তব্য, গাড়িটির গত স্বাভাবিকের থেকে বেশি থাকার পাশাপাশি বেশি সংখ্যক যাত্রী থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। তবে রাতের দিকে দুঘটনার কারণে রাস্তায় সেভাবে যানজট তৈরি হয়নি। অন্যদিকে, গত শুর নদিয়া জেলায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়। মৃতের নাম মিন্টু দাস। তিনি নবদ্বীপ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের মনিপুর ঘাট রোড এলাকার বাসিন্দা। মৃত ওই যুবক একটি বেসরকারি সংস্থার কর্মী ছিলেন। কৃষ্ণনগর থেকে অফিসিয়াল কনফারেন্স সেরে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে ভালুকা বটতলা এলাকায় রাজ্য সড়কে কৃষ্ণনগরগামী একটি লরির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।