ছুটির দিনে (শনিবার এবং রবিবার) শিয়ালদা ডিভিশনে মোট ২১টি লোকাল ট্রেন বাতিল থাকবে। আসলে বিভিন্ন রকমের কাজ চলবে। সেজন্য ২১টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম জংশন স্টেশন এলাকায় সাত ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে। তাই শনিবার এবং রবিবার মিলিয়ে মোট ১৯টি লোকাল বাতিল করা হয়েছে। শনিবার এবং রবিবারের মধ্যবর্তী রাতে সেই কাজ চলবে। শনিবার রাত ১২ টা (ইংরেজি মতে রবিবার) থেকে কাজ শুরু হবে। চলবে রবিবার সকাল সাতটা পর্যন্ত। আবার শনিবার রাত ১২ টা ১০ মিনিট (ইংরেজি মতে রবিবার) থেকে রবিবার ভোর ৪ টা ১০ মিনিট পর্যন্ত ট্র্যাফিক ব্লক থাকবে। সেজন্য লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় দুটি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করেছে পূর্ব রেল।
শনিবার কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩২২৪৯ শিয়ালদা-ডানকুনি লোকাল।
২) ডাউন ৩৩২৫২ ডানকুনি-শিয়ালদা লোকাল।
রবিবার শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল?
১) আপ ৩২২১১
২) আপ ৩২২১৩
৩) আপ ৩২২১৫
৪) আপ ৩২২১৭
৫) আপ ৩২২১৯
৬) ডাউন ৩২২১২
৭) ডাউন ৩২২১৪
৮) ডাউন ৩২২১৬
৯) ডাউন ৩২২১৮
১০) ডাউন ৩২২২০
আরও পড়ুন: মসাগ্রাম-সহ ৫০ স্টেশনে দাঁড়াবে পুরুলিয়া-হাওড়া মেমু ট্রেন! কখন? রইল টাইমটেবিল
রবিবার আর কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে?
১) শিয়ালদা-হারবা লোকাল: আপ ৩৩৬৫৩ এবং ডাউন ৩৩৬৫৪।
২) শিয়ালদা-দত্তপুকুর লোকাল: ডাউন ৩৩৬১২।
৩) শিয়ালদা-বনগাঁ লোকাল: আপ ৩৩৮১৭ এবং ডাউন ৩৩৮২৪।
৪) শিয়ালদা-বারাসত লোকাল: আপ ৩৩৪৩১ এবং ডাউন ৩৩৪৩২।
লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) আপ ৩৪৯৩৫ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল।
২) ডাউন ৩৪৯১৪ নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকাল।
আরও পড়ুন: ট্রেনের সিট দখল হয়ে যাচ্ছে? বাইরের লোক উঠেছে? প্রতিটি কোচেই ‘অস্ত্র’ দিচ্ছে রেল
কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?
১) ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদা লোকাল: দমদম জংশন পর্যন্ত আসবে।
২) আপ ৩৩৮১৩ শিয়ালদা-বনগাঁ লোকাল: শিয়ালদার পরিবর্তে দমদম থেকে ছাড়বে।
৩) ডাউন ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদা লোকাল: বারাসত পর্যন্ত আসবে।
৪) আপ ৩৩৮১৫ শিয়ালদা-বনগাঁ লোকাল: বারাসত থেকে ছাড়বে।
আরও পড়ুন: স্লিপার, জেনারেল বা এসি - ট্রেনের কোন কোচে কত ভাড়া বাড়ছে? আসল তালিকা দেখাল রেল
আবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শনিবার পুরী থেকে যে ২২২০২ পুরী-শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ছাড়বে, সেটা ছাড়ার সময় তিন ঘণ্টা ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হবে। সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের পরিবর্তে রাত ১১ টা ১৫ মিনিটে ছাড়বে পুরী।