ভিনরাজ্যে মাতৃভাষায় কথা বলার কারণে লাগাতার হেনস্তা ও হয়রানি শিকার হচ্ছে বাংলার পরিযায়ী শ্রমিকরা। এবার হরিয়ানা ও মহারাষ্ট্রে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছে শ্রমিকদের পরিবার।
আরও পড়ুন: ছত্তিশগড়ে বাঙালি শ্রমিকদের ‘মিথ্যা মামলায়’ গ্রেফতার! অপহরণের অভিযোগ মহুয়ার
জানা যাচ্ছে, নদিয়ার চাপড়া থানার অন্তর্গত বালিঝি ও সংলগ্ন এলাকার প্রায় ১৫ জন শ্রমিক দীর্ঘদিন ধরেই হরিয়ানায় ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের মধ্যে সুকুর আলি শেখ, বসির আলি শেখ, অনাছ শেখ ও বাপ্পা শেখ কয়েকদিন আগে নিখোঁজ হয়ে যান। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, হরিয়ানা পুলিশ তাঁদের বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি ভেবে তুলে নিয়ে গিয়েছে। আধার এবং ভোটার কার্ড পাঠিয়েও তাঁদের ছাড়া হয়নি বলে অভিযোগ।
এদিকে, মহারাষ্ট্রের মুম্বইতেও একই ঘটনা ঘটেছে। রানাঘাটের রায়নগর মাঠপাড়ার বাসিন্দা নয়ন বিশ্বাস ও মণিশঙ্কর বিশ্বাস গত সাত মাস ধরে বন্দি রয়েছেন সেখানকার সংশোধনাগারে। পুলিশ তাঁদের গ্রেফতার করে গত ২৭ ডিসেম্বর। তবে গ্রেফতারির নির্দিষ্ট কারণ এখনও পরিবারের কাছে পরিষ্কার নয়। প্রতিনিয়ত উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁদের বাবা নিশিকান্ত ও মা পুষ্প বিশ্বাস।