রয়েল বেঙ্গল টাইগার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতপ্রিয় মল্লিক। বক্সা অভয়ারণ্যে যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের অস্তিত্ব মিলেছে তেমনিই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়েছে। বক্সা অভয়ারণ্যে ১১টি রয়্যাল বেঙ্গলের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে সুন্দরবনের পাঁচটি রেঞ্জে নতুন রয়েল বেঙ্গল দেখতে পাওয়া গিয়েছে বলেও তিনি জানান। যা স্বাভাবিকভাবেই খুশির খবর পশু প্রেমীদের কাছে।
আলিপুরদুয়ারের একটি অনুষ্ঠানে বনমন্ত্রী বলেন, বক্সায় আরও ২০টি বাঘ ভিন্ন রাজ্য থেকে নিয়ে আসা হবে। প্রসঙ্গত, বক্সা ব্যাঘ্র প্রকল্পে বাঘের সংখ্যা বাড়াতে চাইছে রাজ্য সরকার। সেই কারণে আরও ২০ টি বাঘ ভিনরাজ্য থেকে বক্সা অভয়ারণ্যে নিয়ে আসা হবে বলে মন্ত্রী জানান। এর পাশাপাশি অভয়ারণ্যের নিরাপত্তার জন্য বনবিভাগ জোর দিচ্ছে বলেও তিনি জানান। মন্ত্রী বলেন, বনকর্মীদের স্যাটেলাইট ফোন ছাড়াও দেওয়া হবে নতুন গাড়ি, আগ্নেয়াস্ত্র প্রভৃতি। এছাড়াও দেওয়া হবে মোবাইল ফোন। পাশাপাশি, পুলিশ, পরিবহণ এবং বনদফতরকে নিয়ে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হবে। যা বন্যপ্রাণী সংরক্ষণের উপরে জোর দেবে। বন্যপ্রাণীদের নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার করে সার্ভে করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।