Swapna Shastra: শ্রাবণের আগেই স্বপ্নে দেখা দিলেন মহাদেব? এই স্বপ্নের অর্থ কি ভগবানের বিশেষ আদেশ? Updated: 05 Jul 2025, 06:00 PM IST Sanket Dhar Seeing Shiva In Dream: হিন্দু ধর্মে স্বপ্নের একটি বিশেষ স্থান আছে, এবং মনে করা হয় যে স্বপ্ন আমাদের ভবিষ্যৎ বা বর্তমান পরিস্থিতির ইঙ্গিত দেয়। স্বপ্নে শিব ঠাকুরকে দেখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তবে এর বিভিন্ন অর্থ থাকতে পারে।