বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Sun Transit in Uttar Bhadrapad: উত্তরভাদ্রপদে সূর্যের প্রবেশের সময় আসছে! মার্চেই চাকরি, ব্যবসায় উন্নতির যোগ ৩ রাশির
পরবর্তী খবর
Sun Transit in Uttar Bhadrapad: উত্তরভাদ্রপদে সূর্যের প্রবেশের সময় আসছে! মার্চেই চাকরি, ব্যবসায় উন্নতির যোগ ৩ রাশির
সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। দেখা যাক লাকিদের তালিকা নিয়ে কী বলছে জ্যোতিষমত?
সূর্যের নক্ষত্র গোচরে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের নক্ষত্র গোচরের প্রভাব বহু রাশির জাতক জাতিকার জীবনে পড়তে থাকে। সূর্যদেব, নিজের রাশি পরিবর্তন একটি নিশ্চিত সময় পর পর করতে থাকেন। যার প্রভাব ১২ রাশিতে পড়ে। আসন্ন সময়ে মার্চ মাসেই সূর্যের রাশি পরিবর্তন রয়েছে। তা রয়েছে ১৪ মার্চ হোলির দিনে। এদিকে, হোলি মিটতেই ১৮ মার্চ রয়েছে সূর্য দেবের নক্ষত্র পরিবর্তন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে থাকেন। দেখা যাক লাকিদের তালিকা নিয়ে কী বলছে জ্যোতিষমত?
মেষ
এই রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিতভাবে ধনলাভ করতে পারেন। কোনও কাজের জন্য যদি ঋণ নেওয়ার পরিকল্পনা থাকে, তাহলে তাও সম্পন্ন হতে পারে। জীবনে নানান দিক থেকে খুশি, আনন্দের আগমন হবে। কেরিয়ারের দিক থেকে আপনার কাজের প্রশংসা হবে। আপনার কাজে অফিসের উচ্চ আধিকারিকরা খুশি হবেন। আপনার দ্বারা ব্যবসায় তৈরি হওয়া রণনীতি কার্যকরী হবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। কোনও সঞ্চয় করতে সাফল্যের মুখ দেখতে পাবেন। দাম্পত্য প্রেম আগের থেকে ভালোর দিকে যাবে।