বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরু বৃহস্পতির প্রভাব রয়েছে। সেখানে শনিদেবের প্রবেশের ফলে সব রাশিতেই তার প্রভাব পড়বে। তবে ৩ টি রাশিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে শুরু করবে।
পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনির গমন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সময়ে সময়ে গ্রহরা নক্ষত্র পরিবর্তন করে। আর তাদের মধ্যে শনিদেবের নক্ষত্র পরিবর্তনের প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, আসন্ন সময়ে পরিবর্তন হতে চলেছে শনিদেবের নক্ষত্রের। আগামী কয়েকদিন পর শতভিষা নক্ষত্র থেকে বেরিয়ে শনিদেব প্রবেশ করবেন পূ্রব ভাদ্রপদ নক্ষত্রে। তারফলে বহু রাশির ভাগ্যে আসবে শুভ সময়।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরু বৃহস্পতির প্রভাব রয়েছে। সেখানে শনিদেবের প্রবেশের ফলে সব রাশিতেই তার প্রভাব পড়বে। তবে ৩ টি রাশিতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে শুরু করবে। মেষ সহ যে তিনটি রাশিতে এর প্রভাব পড়বে, তা দেখে নেওয়া যাক।
মেষ- আপনার রাশিতে শনিদেব রোজগারের ঘরে ঘোরাফেরা করবেন। এই সময় আপনার জীবনে বিপুল লাভ আসতে শুরু করবে। আর্থিক পরিস্থিতি আপনার ভালোর দিকে যাবে। সুখ বিলাসে আপনার লাভ হবে। সন্তানের তরফে কোনও সুখবর পাবেন। যাঁরা নিঃসন্তান, তাঁরা সন্তান প্রাপ্তির খবর পাবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। কোনও পুরনো বিনিয়োগ থেকে পাবেন বড় লাভ।