Shanidev And Budh shubh yog: বুধের সঙ্গে বিশেষ শুভ যোগ শনিদেবের! বহু দিন ধরে আটকে থাকা কাজ এবার হবে সম্পন্ন, লাকি ৩ রাশি
1 মিনিটে পড়ুন Updated: 05 Dec 2024, 09:00 PM ISTশনি ও বুধ তৈরি করতে চলেছেন ত্রি একাদশ যোগ। তারফলে বহু রাশি লাভ হবে।
শনি ও বুধ তৈরি করতে চলেছেন ত্রি একাদশ যোগ। তারফলে বহু রাশি লাভ হবে।
জ্যোতিষশাস্ত্রে কর্মফলদাতা শনির মাহাত্ম্য আলাদাই। আসন্ন সময়ে ন্যায়ের দেবতা শনি বুধের সঙ্গে মিলে ত্রি-একাদশ যোগ তৈরি করতে চলেছেন। এরফলে সব ক্ষেত্রে তিনটি রাশির জাতক জাতিকা বিশেষ লাভ ও সমাদর পাবেন। সঙ্গে সঙ্গে খুবই ধনলাভের সুযোগ পাবেন। শনির দ্বারা তৈরি এই নয়া যোগ আপনাকে কতটা লাভ দেবে? দেখে নিন।
মেষ
এই সময় হঠাৎ করে ধনলাভ হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন নানান দিক থেকে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এই সময় সম্পন্ন হবে। সব দিক থেকে সাফল্য পাবেন। পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো সময় কাটবে। কর্মস্থলে ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। যার ফলে পদোন্নতির যোগ তৈরি হবে। শনির কৃপায় ব্যবসায় পাবেন খুব লাভ। আপনার ভালো মুনাফা হবে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে।
কুম্ভ
কর্মস্থলে আপনার কাজের প্রশংসা হবে। কোনও কাজ যদি দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে তা সম্পন্ন হবে। অফিসের সিনিয়রদের সহযোগিতা পাবেন সব কাজে। আপনার বুদ্ধি বিকাশ হবে। আপনার ভাবনা চিন্তা ভালোর দিকে যাবে। আপনার ভাবনি চিন্তার বিকাশের জেরে বহুদিক থেকে হবেন লাভবান। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। আয়ের নতুন রাস্তা খুলবে। স্বাস্থ্য ভালো থাকবে।
ধনু
শনি ও শুক্রের অবস্থানে তৈরি হচ্ছে ত্রি-একাদশ যোগ। বহু দিন ধরে কঠোর পরিশ্রমের ফল এবার পাবেন। আপনার দৃষ্টিকোণ এবার ইতিবাচক পর্যায়ে যাবে। কেরিয়ারের দিক থেকে সহকর্মী ও সিনিয়রদের সহযোগিতা পাবেন। যার ফলে আপনার লক্ষ্য সফল হবে। দীর্ঘ দূরত্বে কোথাও যাত্রা করতে হতে পারে। আপনি লক্ষ্য প্রাপ্তিতে সফল হবেন। ব্যবসায় লাভ হবে। ভালো টাকা রোজগার করতে পারবেন। সম্পর্কগুলিও ভালোর দিকে যাবে। জমি, গাড়ি কেনার যোগ রয়েছে। বিদ্যার্থীরা পরীক্ষায় পাবেন বিপুল সাফল্য।
কবে রয়েছে এই শনি বুধের তৈরি বিশেষ যোগ?
দৃক পঞ্চাঙ্গ অনুসারে ১৯ জানুয়ারি ২০২৫ সালের রাতে ৯ টা ৫৮ মিনিটে বুধ আর শনি একজন আরেকজনের সঙ্গে ৬০ ডিগ্রিতে অবস্থান করছেন। যার ফলে ত্রিএকাদশ যোগের নির্মাণ হচ্ছে। এই যোগ খুবই শুভ।