রাত পোহালেই মহালয়া। এই মহালয়ার দিন পড়ছে সর্বপিতৃ অমাবস্যা ২০২৫। এই সর্বপিতৃ অমাবস্যা যেমন রয়েছে মহালয়ায়, তেমনই আবার মহালয়ার দিন রাতে রয়েছে সূর্যগ্রহণ। এই বিশেষ দিনে সর্বপিতৃ অমাবস্যা বা আশ্বিন অমাবস্যা কখন থেকে পড়বে, তা নিয়ে রয়েছে কৌতূহল। দেখে নিন সর্বপিতৃ অমাবস্যা ২০২৫র তিথি।
সর্বপিতৃ অমাবস্যা কখন থেকে পড়ছে?
সর্বপিতৃ অমাবস্যা ২১ সেপ্টেম্বর ২০২৫ পড়ছে রাত ১২ টা ১৬ মিনিটে (২০ সেপ্টেম্বর মধ্যরাত পার করে)। আর তিথি শেষ হবে ২২ সেপ্টেম্বর, রাত ১ টা ২৩ মিনিটে (২১ সেপ্টেম্বর মধ্যরাত পার করে)। উদয়া তিথি অনুসারে ২১ সেপ্টেম্বরেই মহালা পালিত হবে। অমাবস্যার কুটুপ মুহূর্ত সকাল ১১ টা ৫০ মিনিট থেকে ১২ টা ৩৮ মিনিট পর্যন্ত। রোহিনী মুহূর্ত দুপুর ১২ টা ৩৮ থকে ১ টা ২৭ মিনিট পর্যন্ত। অপরাহ্নকালব দুপুর ১ টা ২৭ থেকে দুপুর ৩ টে ৫৩ মিনিট পর্যন্ত।
( Pak Saudi pact and India: ভারত-পাক সংঘাত হলে কি সৌদি নাক গলাবে? পাকিস্তানের মন্ত্রীর বিস্ফোরক দাবি)