বাস্তুশাস্ত্র অনুযায়ী, রাধাকৃষ্ণের ছবি ঘরের বিভিন্ন দিকে রাখলে তার ভিন্ন ভিন্ন ফল পাওয়া যায়। তবে সাধারণত কয়েকটি নির্দিষ্ট দিকে এই ছবি রাখা খুবই শুভ বলে মনে করা হয়। দাম্পত্যে মাঝে মাঝেই নানা কারণে ভুল বোঝাবুঝি, তিক্ততা চরমে ওঠে। যার জেরে সংসারে অশান্তি দেখা দেয়। দাম্পত্য দুর্বল হলে রোজকার অন্যান্য কাজেও তার প্রভাব পড়তে শুরু করে। এই পরিস্থিতে দাম্পত্যের মাধুর্য ধরে রাখতে দেওয়ালে রাধাকৃষ্ণের ছবি টাঙাতে পারেন। কীভাবে কোন দিকে বাস্তু মেনে এই যুগলের ছবি টাঙাবেন, জেনে নেওয়া যাক।
শোওয়ার ঘরে কীভাবে রাখবেন ছবি?
দাম্পত্য জীবনের সুখ ও ভালোবাসা বৃদ্ধির জন্য শোওয়ার ঘরে রাধাকৃষ্ণের ছবি রাখা সবচেয়ে শুভ। এই ছবি দম্পতিদের মধ্যে প্রেম, বোঝাপড়া এবং পারস্পরিক সম্পর্ককে আরও গভীর করে তোলে। বাস্তুমতে, শোওয়ার ঘরের পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দেওয়ালে এই ছবি লাগানো উচিত।
আরও পড়ুন - ছারখার হবে দাম্পত্য! সেপ্টেম্ববে বুধ অস্ত গেলে শুরু হবে প্রলয়, কোন রাশি কোপে?
দুই দিকের দুরকম ফল
- পূর্ব দিক: এই দিকে ছবি রাখলে দম্পতির মধ্যে বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পায়। পুরনো সমস্যা আর স্থায়ী হয় না। ভবিষ্যতেও কোনও সমস্যা হলে তা দ্রুত মিটিয়ে নেন দম্পতির কেউ না কেউ।
- দক্ষিণ-পশ্চিম দিক: এই দিকে ছবি রাখলে ভালোবাসা এবং সম্পর্কের স্থায়িত্ব বাড়ে। এতে কোনও তৃতীয় ব্যক্তির জন্য অশান্তির প্রবণতা কমে। পাশাপাশি কোনও ঝড়ঝঞ্ঝা হলে তাও দূর হয়ে যায়।
আরও পড়ুন -কালসর্প দোষ ও পিতৃদোষ কাটবে চিরতরে! আগামী অমাবস্যায় করুন এই বিশেষ প্রতিকার