বৈদিক জ্যোতিষশাস্ত্রে মায়াবী গ্রহ রাহুর মাহাত্ম্য অপরিসীম। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে রাহু। জ্যোতিষশাস্ত্র মতে, যখন রাহুর চালে বদল আসে, তখন তার প্রভাব সব জাতক জাতিকাদের ভাগ্যে পড়তে চলেছে। আসন্ন সময়ে শনির রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছেন রাহু। তবে রাহু মানেই খারাপ ঘটনা তা নয়। রাহুর গোচর বহু রাশির জন্য বাড়তি ভালো সময় নিয়ে আসতে চলেছে। দেখা যাক, কারা কারা লাকি হতে চলেছে এই রাহুর গোচরে।
কুম্ভ
আসন্ন সময়ে কুম্ভ রাশিতেই রাহু প্রবেশ করতে চলেছে। এই সময় জাতক জাতিকাদের আত্মবিশ্বাস দ্বিগুণ বাড়বে। কাজের ক্ষেত্রে আর রোজগারে দারুন লাভ পেতে পারেন। আয়ের নতুুন নতুন রাস্তা তৈরি হবে। আর্থিক পরিস্থিতি ভালো হবে। বিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গীর পেশাগত জীবনে উত্থান রয়েছে। আপনার সমস্ত যোজনা পরিকল্পনা সফল হবে। জীবনধারাতেও বদল আসবে।
( Shanidev Dhahiya: শনিদেবের কৃপায় সুখের দিন আসছে কর্কট সহ ২ রাশির! ঢাইয়া থেকে মুক্তি কবে?)
( Bangladesh on Visa Issue: এখনও দিল্লিতেই আসতে হয় ভিসা বানাতে, ঢাকায় সেন্টার তৈরির জন্য EUকে কাতর অনুরোধ বাংলাদেশের)
( Indian Foreign secy at Bangladesh :ঢাকায় ভারতের ‘বিক্রম’এর মুখোমুখি ইউনুস! মেঘ কাটিয়ে সম্পর্কে সংযোগ বাড়ানোর আহ্বান)
বৃষ
বৃষ রাশির জন্য রাহুর গোচর খুবই লাভদায়ী হবে। কর্মভাবে পড়বে রাহুর প্রভাব। ফলে ব্যবসা ও চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসা সূত্রে কোথাও গেলে, লাভ পাবেন। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা পাবেন চাকরি। প্রমোশন আর বেতনে বৃদ্ধি দেখতে পাবেন। ব্যবসায়ীরা বিশেষ মুনাফা পাবেন, ব্যবসার বিস্তার হবে।