বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Rahu Gochar Astrology: রাহুর কৃপা পেলে সৌভাগ্য থাকে তুঙ্গে! জমি, বাড়ি কেনার যোগ সহ গোচরে ধনী বৃষ সহ বহু রাশি
পরবর্তী খবর
Rahu Gochar Astrology: রাহুর কৃপা পেলে সৌভাগ্য থাকে তুঙ্গে! জমি, বাড়ি কেনার যোগ সহ গোচরে ধনী বৃষ সহ বহু রাশি
রাহু যে কৃপা করলে ব্যক্তি কত দিক থেকে লাভবান হতে পারেন, তার হদিশ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। গত ৩০ অক্টোবর ২০২৩ মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করে গিয়েছে।
রাহুর গোচরে ভাগ্য ফিরতে চলেছে বহু রাশির।
বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে নবগ্রহের তাৎপর্য হিন্দু ধর্মে বহু। আর এই নবগ্রহের মধ্যে কোনও কোনও রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে পান গ্রহদের গোচরের ফলে। গ্রহদের রাশি বদলের ফলেই একাধিক রাশির জাতক জাতিকার ভাগ্য ফিরতে শুরু করে। এদিকে, এই নবগ্রহের মধ্যে রয়েছে রাহুও। কিছুদিন আগে রাহু গোচর করছে। জ্যোতিষমতে বলা হচ্ছে, তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
রাহু যে কৃপা করলে ব্যক্তি কত দিক থেকে লাভবান হতে পারেন, তার হদিশ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। গত ৩০ অক্টোবর ২০২৩ মেষ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করে গিয়েছে। আপাতত এই রাশিতেই রয়েছে রাহু। এই রাশিতে আগামী ২০২৫ সাল পর্যন্ত রাহু থাকতে চলেছে। বৈদিক জ্যোতিষ গণনা বলছে, ১৮ মে ২০২৫ সালের সন্ধ্যায় ৪ টে ৩০ মিনিট পর্যন্ত এই রাশিতে থাকবে রাহু। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। দেখা যাক রাহুর গোচর আপাতত কাদের কাদের লাভের তুঙ্গে রাখছে।
বৃষ-ধন সম্পত্তি লাভের জন্য সৌভাগ্যের দরজা খুলে যাবে। অপ্রত্যাশিত জায়গা থেকে বিপুল অর্থ পাওয়া যাবে। জীবনে সব দিক থেকে দারুন লাভ হবে। কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হবে। সঞ্চয় বাড়বে। বিদেশ থেকে ব্যবসা আসার সুযোগ রয়েছে। নতুন গাড়ি বা জমি কিনতে পারেন। নতুন লগ্নি হতে পারে। কাজের দিক থেকে কোনও দূরের কোথাও যেতে পারেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন।