২০২৫ গণেশ চতুর্থী ঘিরে দেশে সাজো সাজো রব। এদিকে জ্যোতিষমত বলছে, একগুচ্ছ শুভযোগ এই গণেশ চতুর্থী ২০২৫ সালে পড়ছে। চলতি বছরে ২৭ অগস্ট ২০২৫ সালে পড়ছে গণেশ চতুর্থী। আর সেই সময়ই রয়েছে একাধিক শুভ যোগ। এবারের গণেশ চতুর্থীতে পড়েছে নবপঞ্চম যোগ। নবপঞ্চম যোগের হাত ধরে একাধিক রাশির ভাগ্যে আসতে চলেছে শুভ সময়। কোন কোন রাশির ভাগ্যে আসবে শুভ সময় দেখে নিন।
মিথুন
নবপঞ্চম যোগ আপনাদের জন্য খুবই লাভপ্রদ হতে চলেছে। এই সময় ভাগ্যের সহযোগিতা পাবেন। আপনার আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে চলেছে। এই সময় কোনও ব্যবসায়িক ডিল হতে পারে। অংশীদারির ব্যবসায় লাভ হতে পারে। যার ফলে বহু লাভ হবে। কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন। এই সময় আপনার টাকার সেভিংস হবে।
( Weather and Rain Update of West Bengal: পিছু ছাড়ছে না বৃষ্টি! ফের নিম্নচাপের চোখ রাঙানি, পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর রইল)
( 'শক্তিহীন শান্তি কল্পনামাত্র!' 'অপারেশন সিঁদুর' নিয়ে সামরিক শক্তিতে জোর সিডিএস-র)
কর্কট
এই সময় আপনার কাজের দিক থেকে উন্নতি হতে পারে।সামাজিক ও পেশাগত কোনও সাফল্য পেতে পারেন। বন্ধু আর বাকিদের সঙ্গেও সম্পর্ক ভালোর দিকে থাকবে। মান সম্মানের প্রতিষ্ঠা হবে। আপনার আয়ে হু হু করে বৃদ্ধি পাবে। আয়ে বৃদ্ধি হতে পারে। রোজগারের নতুন নতুন রাস্তা বের হতে পারে। অনেক ধরনের ইচ্ছা পূরণ হবে।
কন্যা
চাকরিরতদের কর্মস্থলে খুবই লাভ হবে। কোনও বড় দায়িত্ব পাবেন। কোথাও দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারেন। নতুন দায়িত্ব পেতে পারেন। কোথাও দূরের দিকের যাত্রায় যেতে পারেন। আপনি কোথাও তীর্থে যেতে পারেন। ব্যবসা বা চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। আপনার লক্ষ্যে পৌঁছতে হলে আপনার উৎসাহকে কাজে লাগাতে হবে। আপনি কোনও সামাজিক অনুষ্ঠানের জায়গায় যেতে পারেন। দেশ বিদেশের যাত্রাও করতে পারেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )