Margi Jupiter 2025 In February: জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুসারে, ৪ ফেব্রুয়ারি বৃহস্পতি গ্রহ সরাসরি গতিতে বৃষ রাশিতে অবস্থান করবে। বৃহস্পতির এই পরিবর্তনের কারণে মেষ রাশি সহ পাঁচটি রাশির মানুষের জীবনে বড় পরিবর্তন আসবে। চাকরি ও ব্যবসায় অগ্রগতির প্রচুর সুযোগ থাকবে। আসুন জেনে নিই এ সম্পর্কে।