ইতিমধ্যেই বেশ কিছু গ্রহদের গোচর নভেম্বর মাসে হয়ে গিয়েছে। ১৬ নভেম্বর মঙ্গল বৃশ্চিকে প্রবেশ করবে, ১৭ নভেম্বর সূর্য বৃশ্চিকে গোচর করবে। ২৭ নভেম্বর বুধ ফের ধনুতে প্রবেশ করবে। এর আগে শুক্র ও শনি গোচর হয়েছে। এবার দেখা যাক, গ্রহদের গোচরের ফলে নভেম্বরে কোন কোন রাশির ভাগ্য খুলবে।