Hindu Shastra Tips: পড়ে যাওয়া খাবার তুলে খেলে সংসারে ঢোকে এই অমঙ্গল, ক্ষুব্ধ হন এই দেবতা স্বয়ং Updated: 30 Jun 2025, 02:00 PM IST Sanket Dhar Hindu Shastra Tips On Food Eating: মেঝেতে পড়ে যাওয়া খাবার অনেকেই তুলে খান। কিন্তু হিন্দুধর্মের খাদ্যের একটি বিশেষ ভূমিকা রয়েছে। পড়ে থাকা খাবার তুলে খেলে সংসারের অমঙ্গলের প্রবেশ ঘটে বলে মনে করা হয়।