আর পাক্কা ৩০ দিন। তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর। অর্থাৎ এবার উন্মাদনা একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে। পুজোর কোথায় ঘোরা হবে, পুজোয় কী পরা হবে, কোথায় কোথায় খাওয়া হবে, সব প্ল্যান তৈরি করে নেওয়ার পালা এবার। তারইমধ্যে এবার দুর্গাপুজো সংক্রান্ত কয়েকটি তথ্য দেখে নিন।