Durga Puja 2023 date and time: দুর্গাপুজো ২০২৩ এ সন্ধিপুজোর সময় কখন? ৫০ দিন বাকি থাকতেই জেনে নিন নির্ঘণ্ট
Updated: 31 Aug 2023, 04:30 PM IST Sritama Mitra
আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠীতে রীতি মেনে পালিত হবে মায়ের বোধন। মা দুর্গার ঘরে আসার বার্তা জানান দেবে কাশের বন, ভোরের শিউলি। আর সেই শিউলির গন্ধ মেখেই মহালয়ার ভোরে ঘুম ভাঙবে বাঙালির। ১৪ অক্টোবর ২০২৩ পড়ছে মহালয়া। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা সেদিন। এদিকে, মহালয়ার অমাবস্যাতেই রয়েছে গ্রহণ।