হাতে পড়ে আর মাত্র কয়েক ঘণ্টা। রবিবার রাতেই পড়ে যাবে মহাষষ্ঠী। তবে দেবীদুর্গার বোধনের আগেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইতিমধ্যে মণ্ডপে-মণ্ডপে যাচ্ছেন দর্শনার্থীরা। আনন্দে মেতে উঠেছেন আপামর বাঙালি।একনজরে দেখে নিন দুর্গাপুজোর নির্ঘণ্ট (বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা) মহাষষ্ঠী তিথি আরম্ভ : ২৩ আশ্বিন/১১ অক্টোবর, রবিবার (ইংরেজি মতে সোমবার)।সময় : রাত ২ টো ১৬ মিনিট।শ্রী শ্রী শারদীয়া দুর্গা ষষ্ঠী : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল ৭ টা ২ মিনিটের মধ্যে।আবার সকাল ৮ টা ২৯ মিনিট গতে সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে শ্রী শ্রী দেবীর কল্পারম্ভ (তৃতীয় কল্প) এবং ষষ্ঠী বিহিত পুজো প্রশস্তা।শ্রী শ্রী দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাস : সন্ধ্যা ৬ টা ২০ মিনিট।তিথি শেষ : ২৪ আশ্বিন/১১ অক্টোবর, সোমবার।সময় - রাত ১১ টা ৫১ মিনিট।মহাসপ্তমীতিথি আরম্ভ : ২৪ আশ্বিন/১১ অক্টোবর, সোমবার।সময় : রাত ১১ টা ৫২ মিনিট।শ্রী শ্রী দেবীর মহাসপ্তমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।শ্রী শ্রী শারদীয়া দুর্গা সপ্তমী। সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে ৭ টা ২ মিনিটের মধ্যে।সকাল ৮ টা ২৯ মিনিট গতে সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে শ্রী শ্রী দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তমাদি কল্পারম্ভ (চতুর্থ কল্প) এবং সপ্তমী বিহিত পুজো প্রশস্তা।শ্রী শ্রী দেবীর অর্ধরাত্রি বিহিত পুজো : রাত ১০ টা ৫৯ মিনিট গতে ১১ টা ৪৭ মিনিটের মধ্যে।তিথি শেষ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।সময় : রাত ৯ টা ৪৮ মিনিট।মহাষ্টমী তিথি আরম্ভ : ২৫ আশ্বিন/১২ অক্টোবর, মঙ্গলবার।সময় : রাত ৯ টা ৪৯ মিনিট।শ্রী শ্রী দেবীর মহাঅষ্টমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজো, মহাষ্টমাদি কল্পারম্ভ (পঞ্চম কল্প) এবং মহাষ্টমী কল্পারম্ভ প্রশস্তা (ষষ্ঠ কল্প) : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে সকাল সকাল ৮ টা ২৯ মিনিটের মধ্যে।কুমারীপুজো - সকাল ৯ টা।সন্ধিপুজো - সন্ধ্যা ৭ টা ৪৪ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত। বলিদান - রাত ৮ টা ৮ মিনিটে।তিথি শেষ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।সময় : রাত ৮ টা ৮ মিনিট।মহানবমীতিথি আরম্ভ : ২৬ আশ্বিন/১৩ অক্টোবর, বুধবার।সময় : রাত ৮ টা ৯ মিনিট।শ্রী শ্রী দেবীর মহানবমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।শ্রী শ্রী দুর্গাদেবীর নবমী বিহিত পুজো ও মহানবমী কল্পে (সপ্তম কল্প) পুজো প্রশস্তা। শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে।হোম : বেলা ১২ টা ৩০ মিনিট।তিথি শেষ : ২৭ আশ্বিন/১৪ অক্টোবর, বৃহস্পতিবার।সময় : সন্ধ্যা ৬ টা ৫৩ মিনিট।বিজয়া দশমীতিথি আরম্ভ : ২৭ আশ্বিন/১৪ অক্টোবর, বৃহস্পতিবার।সময় : রাত ৮ টা ৯ মিনিট।শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পুজো শুরু : ভোর ৫ টা ৩০ মিনিট।শ্রী শ্রী দেবী দুর্গার দশমী বিহিত পুজো এবং বিসর্জন প্রশস্তা : সকাল ৯ টা ২৭ মিনিটের মধ্যে। কিন্তু বারবেলানুরোধে ৮ টা ২৯ মিনিটের মধ্যে।তিথি শেষ : ২৭ আশ্বিন/১৫ অক্টোবর, শুক্রবার।সময় : সন্ধ্যা ৬ টা ৫৩ মিনিট।