জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ একটা নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টায়। আসন্ন সময়ে বুধ উদিত হতে চলেছেন জুন মাসে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে তর্ক, বিতর্ক, মান সম্মান, ব্যবসা, বুদ্ধি, বৌদ্ধিক ক্ষমতার আদি কারক হলেন বুধদেব। উল্লেখ্য, বুধ, ১৫ দিনে একবার রাশি পাল্টান। গত ১৮ মে ২০২৫-এ তিনি মেষ রাশিতে অস্ত গিয়েছেন, আর এখন ১১ জুন, ২০২৫ সালে তিনি উদিত হবেন। জুনের ১১ তারিখে কোন সময়ে উদিত হবেন বুধ? রইল জ্যোতিষমত। কতগুলি রাশি লাভ পাবে, দেখে নিন।
মেষ
বুধ এই ভাবে উদিত হওয়ার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। ভাইবোনের মধ্যে সংঘাত থাকলে, তা থেকে পেতে পারেন মুক্তি। নতুন বন্ধু হবে। ওঁদের সঙ্গে ভালো সময় কাটবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকতে পারে। কোনও বড় খরচা করার আগে ভালো করে ভাবুন। শিক্ষা ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে। কোনও ঘটনা নিয়ে দীর্ঘ সময় ধরে যদি মনে কোনও ভাবনা থাকে, তা থেকে পাবেন মুক্তি।
( কেতু একা নন, সঙ্গী এবার সূর্য! দুই গ্রহের কৃপায় পকেট ফুলবে অনেকের, লাকি কারা?)
( কুম্ভ রাশিতে রাহুর গোচর কতদিন পর্যন্ত থাকবে? সুখের মুখ দেখবেন ৩ রাশি)
( জুন ২০২৫-এ রথযাত্রা, ইদের মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে কতদিন? রইল ছুটির তারিখের লিস্ট)
সিংহ
শিক্ষা ক্ষেত্র থেকে কোনও লাভ পেতে পারেন। চাকরিরত জাতক জাতিকাদের ক্ষেত্রে এই পরিস্থিতি অনুকূল। আপনার কাজের প্রশংসা হবে। আপনার দ্বারা করা পরিশ্রম লাভ দেবে। সিনিয়ররা কর্মক্ষেত্রে আপনার কাজের বিপুল প্রশংসা করবেন। স্বাস্থ্য ভালোর দদিকে থাকবে। আমদানির নতুন নতুন কোনও সূত্র বের হবে। স্বাস্থ্য ভালো থাকতে চলেছে। প্রতিটি কাজে আপনি সাফল্য পাবেন। সন্তানের দিক থেকে পাবেন লাভ। কোনও বিশেষ সমস্যা থাকলে, তা সমাপ্ত হবে। পারিবারিক দিক থেকে ভালো কোনও পরিণাম পাবেন।
বৃশ্চিক
আটকে থাকা টাকাকড়ি হাতে পেতে পারেন। জাতক জাতিকাদের জীবনে অনুকূল প্রভাব দেখতে পাবেন। আটকে থাকা টাকা হঠাৎ করে পেয়ে যেতে পারেন হাতে। আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে। আধ্যাত্মের দিকে ঝোঁক বাড়বে। আপনি কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন। ব্যবসার দিক থেকে প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারবেন। আয়ের নতুন উৎস খুলে যাবে। মান সম্মান হু হু করে বাড়বে।
বুধ কখন উদিত হবেন?
বুধ উদিত হবেন ১১ জুন ২০২৫ সালের বেলার দিকে। সেদিন বেলা ১১ টা ৫৭ মিনিটে মিথুন রাশিতে উদিত হতে চলেছেন বুধ। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)