বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নিজের মতো করে অবস্থান পাল্টে ফেলেন। আর একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর তারা অবস্থান পাল্টে ফেলেন। এই গ্রহদের অবস্থান পরিবর্তনের ফলাফল বিশ্ব, মানব জীবনে আসতে থাকে। এদিকে, আসছে সূর্য ও কেতুর যুতি। তারাও পাল্টাতে চলেছেন অবস্থান। আর সেই অবস্থানে পরিবর্তনের ফলে সূর্য আর কেতু তৈরি করবেন যুতি। তাতে লাভ কাদের দেখে নিন।
তুলা
এই সংযোগ আপনার গোচর কুণ্ডলীতে ১১ ভাবে সম্পন্ন হবে। আপনার আয় হু হু করে বাড়তে থাকবে। নতুন নতুন উৎস থেকে আসবে টাকা। এই সময় আপনার জন্য পরিবর্তনের যোগ দেখা যাবে। আপনি নানান প্রকল্পে আপনি কাজ করতে পারেন। এই সময় আপনার আর্থিক উন্নতি দেখা যাবে। হঠাৎ করে হাতে টাকা আসতে পারে। যাঁরা বিদেশে কাজ করে থাকেন, তাঁরা পাবেন লাভ। বিদেশ সম্পর্কিত কাজে আসবে সাফল্য।
( ইস্তফার চর্চা সরিয়ে এবার ভারতের ‘বন্ধু’ দেশে ছুটছেন ইউনুস! ফোকাসে বাণিজ্য, বিনিয়োগ সহ কোন ইস্যু?)
( জ্যৈষ্ঠ অমাবস্যা ২০২৫ এ ফলহারিণী কালীপুজোর দিনে দুর্লভ যোগ! কপাল খুলবে ৩ রাশির)
( নিম্নচাপের চোখ রাঙানি! তেড়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? রইল আবহাওয়ার পূর্বাভাস)
সিংহ
কেতু আর সূর্যের যুতি, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভালো সুযোগ এনে দিতে চলেছে। এই যুতি আপনার গোচর কুণ্ডলীতে লগ্নভাবে হতে চলেছে। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকতে চলেছে। আপনার নিজের সম্পর্কে কাজ করা দরকার। বিভিন্ন সম্পর্ক এবার মজবুত হওয়ার দিকে যাবে। বিবাহিতদের দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে। জীবনসঙ্গীর উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে।
( পরমাণু অস্ত্র-শক্তিতে শান দিতে চাইছে পাকিস্তান? চিন থেকে কী মিলছে! পর্দাফাঁস করল US ইন্টেল রিপোর্ট)
মকর
এই সংযোগ আপনাদের জন্য লাভদায়ী। এই যুতি আপনাদের রাশির জন্য ভাগ্য স্থানে তৈরি হচ্ছে। এই সময় আপনার ভাগ্য চমক পেতে পারে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন। চাকরি আর ব্যবসায় পাবেন উন্নতি, অগ্রগতি। গচ কয়েকদিনে যে কাজ আপনার আটকে রয়েছে, তা এবার সম্পন্ন হবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাঁরা পাবেন লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)