বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের যুবরাজ বুধ, নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পরিবর্তন করে থাকেন। যার প্রভাব ১২ রাশিতে কোনও না কোনওভাবে পড়ে। বর্তমানে বুধ রয়েছেন কর্কট রাশিতে। তিনি সেখানে বক্রী অবস্থায় রয়েছেন। এরপর ১১ অগস্ট থেকে মার্গী অবস্থায় যেতে চলেছেন বুধ। ১১ অগস্ট দুপুর ১২ টা ৫৯ মিনিটে মার্গী হবেন বুধ। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। বুধ মার্গী হতেই একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, কারা কারা লাভ পেতে পারেন।
মেষ
এই রাশিতে চতুর্থভাবে মার্গী হবেন বুধ। ফলত, এই রাশির জাতক জাতিকারা পাবেন বিশেষ লাভ। মায়ের সঙ্গে যদি সম্পর্কে পতন দেখা যায়, তাহলে লাভ পেতে পারেন। জীবনে খুশি আনন্দ আসতে থাকবে। গাড়ি, জমি জাতীয় কিছু কিনতে থাকবেন। জীবনে ধীরে ধীরে আসতে থাকবে নানান রকমের আনন্দ, উত্তেজনা। পার্থিব নানান সুখ পাবেন। কর্মস্থলে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।
মিথুন
এই রাশির লগ্নের স্বামী হয়ে বুধ, দ্বিতীয়ভাবে মার্গী হবেন। এই রাশির জাতক জাতিকারা সমস্ত ক্ষেত্রে অপার লাভ পাবেন। জীবনে চলা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। ছাত্রদের জন্য এই সময় খুবই লাভদায়ী হবে। কথায় ভালো কোনও নিয়ন্ত্রণের জেরে আপনার প্রতি অনেকেই আকৃষ্ট হতে পারেন। কোথাও ভালো খাওয়া দাওয়া হতে পারে। সকলের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যেতে পারে।
কন্যা
সব দিক থেকে এই রাশির জাতক জাতিকারা অনুকূল ফল পেতে পারেন। আয়ের দিক থেকে নতুন স্রোত আসবে, আপনার আর্থিক অবস্থা ভালো হতে পারে। ব্যবসায় আসা নানান বাধা বিপত্তি এবার কেটে যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকতে পারে। সন্তান সম্পর্কিত সমস্যা কেটে যেতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)