বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহগুলি নিজের মতো করে গোচর করে নানান অবস্থানে থেকে। আর এই গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন। রাজকুমার বুধ, বন্ধু সূর্যের রাশি সিংহে গোচর করতে চলেছেন। যার ফলে ৩ রাশির জাতক জাতিকারা ধনলাভ আর ব্যবসার কেরিয়ারে লাভ পেতে পারেন। কার ভাগ্যে কী রয়েছে, তা দেখা যাক। বুধের গোচরের ফলে অগস্টের শেষ দিক থেকে লাভের মুখ দেখতে শুরু করবেন একাধিক রাশির জাতক জাতিকারা। লাভ পাবেন কারা? রইল রাশিফল।
বৃশ্চিক
বুধের রাশি পরিবর্তন আপনাদের জন্য লাভদায়ী হবে। এই গোচর আপনাদের চাকরি, ব্যবসার স্থানে হতে চলেছে। কাদের দিক থেকে ভালো সাফল্য পেতে পারেন। চাকরির খোঁজ যাঁরা করছেন,তাঁরা পেতে পারেন চাকরি। সব ক্ষেত্র থেকে আপনা সহযোগিতা পাবেন। চাকরি ব্য়বসায় উন্নতি হবে। দীর্ঘ দূরত্বের কোনও যাত্রায় গেলে লাভ পাবেন। আপনার পৈতৃক সম্পত্তি থেকে পেতে পারেন লাভ।
( খবরে দুই ‘SG’! গিলকে কী নিয়ে চাঙ্গা করতে গাভসকারের 'গিফ্ট? সানি-শুভমন কী কথা হল?)
( PoKর গ্রামে বাসিন্দাদের তাড়া খেয়ে পালাল লস্করের জঙ্গি কমান্ডার? এল চাঞ্চল্যকর রিপোর্ট)