মেষ রাশিতে ৭ জুন অবস্থান করবে বুধ গ্রহ। তার ফলে বহু রাশিতে আর্থিক উন্নতি, সামাজিক বিকাশ দেখা যেতে চলেছে। এছাড়াও প্রেম থেকে শুরু করে কেরিয়ারের দিক থেকেও দেখা যেতে চলেছে উন্নতির জোয়ার। ১২ রাশিতে এই গোচরের প্রভাব পড়লেও ৫৯ দিন ধরে ৩ বিশেষ রাশিতে পড়তে চলেছে এর সুপ্রভাব।