এপ্রিল মাস জুড়ে একাধিক গ্রহ নক্ষত্রের গতিবিধি পাল্টাতে থাকবে। এই মাসে পর পর ৯টি গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। এছাড়াও রয়েছে সূর্যগ্রহণ। ৩০ এপ্রিল সূর্যগ্রহণের ঠিক আগে, ২৯ এপ্রিল রয়েছে শনির গোচর। জ্যোতিষমতে, শনিদেবের গতিবিধি খুবই ধীর গতির হয়ে থাকে। ফলে একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে শনির দেড় বছর লেগে যায়। এবছর ২৯ এপ্রিল রয়েছে শনির গোচর। জানা যাক, কোন কোন রাশির উপর থেকে এই সময় শনি দেবের ক্রূড় দৃষ্টি সরে যাবে?২০২২ সালে শনির সাড়ে সাতি ও ঢাইয়া থেকে মুক্তি পাবেন কারা?২০২২ সালের ২৯ এপ্রিল শনিদেব মকর থেকে বেরিয়ে এসে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। এই রাশি পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক জাতিকারা শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাবেন, অন্যদিকে শনির ঢাইয়া থেকে মুক্তি পাবেন মিথুন ও তুলা রাশির জাতক জাতিকারা।সমস্যায় পড়ে যাবেন কোন রাশির জাতকরা?২৯ এপ্রিল প্রায় ৩০ বছর পর কুম্ভে প্রবেশ করছে শনিদেব। এরপর ১২ জুলাই থেকে ফের একবার বক্রী হবে শনি। সেই সময় শনিদেব প্রবেশ করবেন মকরে। এরফলে মিথুন, তুলা, ধনু রাশিতে ফের একবার শনির কোপ পড়বে। ২০২৩ সালে এই রাশিগুলি শনির দশা থেকে পুরপুরি মুক্তি পাবে।শনির কোপ দৃষ্টির প্রভাব থেকে মুক্তির উপায়--সৎ মন থেকে শনি দেবের আরাধনা।-শনিবার শনিদেবের মন্ত্র জপ করা।-শনি চালিসা পাঠ।-শনিবার দরিদ্রদের কিছু দান করা।-শনিবার বিশেষভাবে শিবের পুজো।-শনিদেবের মন্দিরে গিয়ে শনিবার সরষের তেলের প্রদীপ জ্বালান।-অশ্বত্থ গাছের পুজো করুন।