বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > April 2025 Graha Gochar: এপ্রিল ২০২৫ এ শনি, সূর্য সহ ৫ বড় গ্রহের দাপুটে চালে কপাল খুলবে অনেকের! মকর সহ কারা লাকি?
পরবর্তী খবর
April 2025 Graha Gochar: এপ্রিল ২০২৫ এ শনি, সূর্য সহ ৫ বড় গ্রহের দাপুটে চালে কপাল খুলবে অনেকের! মকর সহ কারা লাকি?
দেখা যাক, সূর্য, শনি সহ ৫ গ্রহের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন এপ্রিল মাসে।
শনিদেব , সূর্যদেব সহ একাধিক গ্রহের গোচর রয়েছে এপ্রিলে।
বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে এপ্রিল ২০২৫ এ একের পর এক গ্রহের গোচর রয়েছে। বহু গ্রহই এই সময় নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে। তারফলে ১২ রাশিতেই কম বেশি প্রভাব পড়তে চলেছে। তবে কিছু রাশিতে এর প্রভাব মারাত্মক। আবার কিছু রাশিতে এই গ্রহ গোচরের ফলে সুখের মুখ দেখতে চলেছেন একাধিক রাশির জাতক জাতিকারা। সূর্যদেব, শনিদেব সহ একগুচ্ছ রাশির জাতক জাতিকারা এই সময়ে তুমুল উন্নতি দেখতে চলেছেন। দেখা যাক, সূর্য, শনি সহ ৫ গ্রহের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছেন এপ্রিল মাসে।
মকর
২৯ মার্চ শনির গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করেছেন। তারমধ্যে মকর রাশির জাতক জাতিকারা অন্যতম। আপনার যে কাজ আটকে রয়েছে, তা এবার শেষ হবে। কেরিয়ারে প্রমোশনের নতুন নতুন সুযোগ আসবে। এই মাসে সময়ে সময়ে আকস্মিক লাভ হতে পারে। কেরিয়ারে প্রমোশন ঘিরে নতুন প্রজেক্ট শুরু হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। স্বাস্থ্য আগের থেকে ভালোর দিকে যাবে। পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় চাকরিরতদের পদোন্নতি হবে।