বাংলা নিউজ > দেখতেই হবে > Taimur’s nanny with Anant: বিয়েতে অনন্ত জড়িয়ে ধরে ছবি, আম্বানিদের সঙ্গে তৈমুরের এই ন্যানির কী সম্পর্ক জানেন?
Taimur’s nanny with Anant: বিয়েতে অনন্ত জড়িয়ে ধরে ছবি, আম্বানিদের সঙ্গে তৈমুরের এই ন্যানির কী সম্পর্ক জানেন?
Updated: 17 Jul 2024, 03:27 PM IST সম্পাদনা করেছেন Ranita Goswami
করিনা-সইফের ছেলে তৈমুরের আয়া হিসেবেই পরিচিতি পেয়েছিলেন। তবে নাম তাঁর ললিতা ডি'সিলভা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আম্বানিদের বিয়েতে গিয়ে অনন্তকে জড়িয়ে ধরে ছবি তুলে পোস্ট করেছেন তৈমুরের সেই জনপ্রিয় ন্যানি। নীতা আম্বানি-রাধিকা মার্চেন্টের সঙ্গেও ছবি দিয়েছেন তিনি। আম্বানিদের সঙ্গে কী সম্পর্ক তাঁর? এক সময় আম্বানি-পুত্র অনন্তের ন্যানি হিসেবে কাজ করেছিলেন ললিতা ডি'সিলভা। আর সেই সূত্র ধরেই নীতা-মুকেশ আম্বানি পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তাঁর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছোট্ট অনন্তের গোলুমোলু ছবিও শেয়ার করেছেন ললিতা ডি'সিলভা। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: http://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: http://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: http://www.instagram.com/htbangla/?hl=en #ambaniwedding