Updated: 19 Jul 2020, 06:12 PM IST
লেখক Ayan Das
চার ঘণ্টার বৃষ্টিতে সকাল সাড়ে ১০ টা নাগাদ দিল্লির আন্নানগরের কাছে একটি নর্দমা উপচে পড়ে। জলের তোড়ে ভেসে যায় নিকটবর্তী বস্তির ১২ টির বেশি বাড়ি, ছোটো দোকান। দিল্লির দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানান, ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -