বাংলা নিউজ >
দেখতেই হবে > Kuwaiti Singer-PM Modi :‘সারে জাহা সে আচ্ছা, হিন্দু সিতা হামারা' গেয়ে মুগ্ধ করলেন কুয়েতি গায়ক
Kuwaiti Singer-PM Modi :‘সারে জাহা সে আচ্ছা, হিন্দু সিতা হামারা' গেয়ে মুগ্ধ করলেন কুয়েতি গায়ক
Updated: 23 Dec 2024, 03:09 PM IST লেখক Ranita Goswami মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরের প্রথম দিন শনিবার শেখ সাদ আল-আবদুল্লা ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে প্রবাসী ভারতীয়দের 'হালা মোদী' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রবাসী ভারতীয়দের জন্য ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেসময় সেখানে হাজির হয়ে সকলের নজর কেড়েছেন এক কুয়েতি গায়ক। নাম মুবারক আল রাশেদ। কিন্তু কেন চর্চায় উঠে এসেছেন এই গায়ক? কারণ, মুবারক আল রাশেদ সেখানে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গান শোনাবেন বলেন। তিনি মোদীকে ‘সারে জাহাঁ সে আচ্ছা’, 'বৈষ্ণব জন তো' গানটি গেয়ে মুগ্ধ করলেন রাশেদ। সেখানে উপস্থিত সংবাদ সংস্থা ANI-এর ক্যামেরার সামনেও দুটি গানের প্রথম স্তবক গেয়ে শোনান রাশেদ। শুনুন কেমন গাইলেন তিনি?