ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই উদযাপন শুরু। হইহই করে জীবনের নতুন বছরে পা রাখলেন অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলে এবং বন্ধুদের আনা কেক কেটে শুরু হল জন্মদিন। তাও একটা নয়, পাঁচ-পাঁচটা!
সদ্য দিল্লি থেকে ফিরেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি। বিশেষ দিনটি কাটাচ্ছেন মা-বাবার সঙ্গে। বর্ধমানের বাড়িতে। প্রিয় সব পদ দিয়ে হয়েছে পেটপুজো। দেবশ্রী বললেন, 'আমাদের বংশে চালের পায়েস দেওয়ার নিয়ম নেই। সকাল সকাল মা তাই ক্ষীর বানিয়ে দিয়েছেন।' দুপুরের মেনুতে ছিল পাঁচ রকমের ভাজা, নারকেল দিয়ে মুগের ডাল, ফুলকপির তরকারি, আলু পোস্ত, ইলিশ, চিংড়ি, পাবদা আর মাটন।
এই তো গেল খাওয়াদাওয়া। আর উপহার? ছেলে অনীশ কী দিলেন? খানিক হেসে দেবশ্রীর উত্তর, 'এখনও কিচ্ছু দেয়নি! সকাল থেকে এটাই বলে চলেছি ওকে। অনলাইনে নাকি কিছু অর্ডার করেছে। সেটা আসতে দেরি করছে।'
বিশেষ দিনে বোন শুভশ্রী নেই কাছে। স্বামী-পুত্র নিয়ে তিনি আপাতত বিদেশে। দেবশ্রী যদিও বললেন, 'রাজ (রাজ চক্রবর্তী) আর শুভ বলেই গিয়েছে ওরা ফিরে আমার জন্মদিন আবার পালন করবে। তবে ওদের বলে দিয়েছি, ওখান থেকে যেন আমার জন্য উপহার নিয়ে আসে। কিন্তু ইউভানকে আজ দেখতে পেলাম না। তাই একটু মনকেমন।'
রাজর্ষি দে-র 'আবার কাঞ্চনজঙ্ঘা'-য় অভিনয় করেন দেবশ্রী। সেটিই তাঁর প্রথম ছবি। উইন্ডোজ প্রযোজনা সংস্থার 'ফাটাফাটি'-তেও দেখা যাবে তাঁকে। একদিকে পরিবার, অন্যদিকে কাজ। সব মিলিয়ে বেজায় ব্যস্ত দেবশ্রী।