উৎসবের মরশুমে দুঃসংবাদ। তামিলনাডুতে দুটি পৃথক বাজি তৈরি সম্পর্কিত ইউনিট-এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় হতাহতের সংখ্যা বহু। তামিলনাড়ুর শিবকাশীতে দুটি পৃথক জায়গায় এই বিস্ফোরণ ঘটে। জানা গিয়েছে, বাজি কারখানার মালিকের পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশনের তরফে লাইসেন্স ছিল। তবে বাজি তৈরির লাইসেন্স ছিল, তা মজুতের নয়। মজুত হওয়া বাজি থেকেই এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গিয়েছে।
'ইলিউশন'কে শিল্পের ছাঁচে বন্দি করে পেশ করার মধ্যে শিল্পীর নিপুণতা ধরা পড়ে। এমনই বহু ইলিউশন উঠে আসে নানান শিল্পীর কারুকার্যে। আমাদের দেশের এমন বহু মন্দির রয়েছে, যার গায়ে কারুকার্যকরা শিল্পেও রয়েছে এমন চোখের ধাঁধার জাদু!