বাংলা নিউজ > বিষয় > Caa protests
Caa protests
সেরা খবর
সেরা ভিডিয়ো

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এক পুলিশকর্মীকে প্রাণে বাঁচালেন এক মৌলবী। নামাজ সংক্ষিপ্ত করে এই পুলিশকর্মীকে বাঁচান হাজি কাদির। অজয় কুমারের হাতে ও মাথায় চোট লেগেছে। কিন্তু ব্যান্ডেজ বাঁধা হাতেই তিনি বলেন যে ভগবান হয়ে এসেছিলেন হাজি সাহেব। উনি ছিলেন বলেই প্রাণে বেঁচেছেন বলে জানান কুমার। কুড়ি তারিখ সিএএ বিরোধী প্রতিবাদীরা ঘিরে ফেলেছিলেন অজয়কে। সেই সময় খবর পেয়ে সেখানে উপস্থিত হন কাদির। তাঁকে রক্ষা করেন দুবৃত্তদের হাত থেকে। বাড়িতে নিয়ে গিয়ে একটু জল ও নতুন পোশাক দেওয়ার পর, মৌলবী পুলিশকর্মীকে থানায় ছেড়ে আসেন। কাদির বলেন মনুষ্যত্বের খাতিরেই তিনি পুলিশকর্মীর জান বাঁচিয়েছিলেন। যখন উর্দিধারীরা এত কাজ করে, সেখানে তাদের রক্ষা করা সকলের উচিত বলে তাঁর মতামত। উত্তরপ্রদেশে সিএএ বিরোধী প্রতিবাদে এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে, সেই আশংকায় ২১টি জেলায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছে রাজ্য সরকার।
সেরা ছবি

- সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত। ছড়িয়ে পড়েছে। তার প্রভাব ভারতীয় রেলেও। জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন। আরপিএফের ডিজি জানিয়েছেন, হিংসার সবথেকে বেশি প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে। অধিকাংশ ক্ষতির মুখে পড়েছে পূর্ব রেল। এখনও পর্যন্ত ভারতীয় রেলকে ৯০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হয়েছে। একনজরে দেখে নিন ক্ষতির খতিয়ান -